ঢাকা, ১৫ আগস্ট, ২০২৫ (বাসস) : 'গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম বার্ষিকী উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সারাদেশে মহানগর, জেলা, উপজেলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সারাদেশের সব মহানগর, জেলা ও উপজেলায় এ মিলাদ ও দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে ছবি, ভিডিও সহ এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বেগম খালেদা জিয়ার ৮০ তম বার্ষিকী উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় চাপাইনবয়াবগঞ্জ জেলা সদরসহ সকল উপজেলা ও পৌরসভায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির নেতৃবৃন্দসহ দলের সকল পর্যায়ের নেতা-কর্মীরাসহ সাধারণ মানুষ এ আয়োজনে উপস্থিত ছিলেন।
বেগম খালেদা জিয়ার ৮০ তম বার্ষিকী উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নরসিংদী জেলা ও সকল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মনোহরদী উপজেলা বিএনপির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।
রাজশাহী মহানগর, এ বিভাগের সকল জেলা, উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার ৮০ তম বার্ষিকী উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও ঢাকা, চট্রগ্রাম, সিলেট, রংপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা, ময়মনসিংহ, ফরিদপুর সাংগঠনিক বিভাগের সকাল মহানগর, জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮০ তম বার্ষিকী উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসব অনুষ্ঠানে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।