হবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ যান পুড়ে ছাই

বাসস
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১০:৩১
ছবি: বাসস

হবিগঞ্জ, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৯ টি সিএনজি, ১টি বাস ও ২টি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। 

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম জানান, খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ভোর ৬টার দিকে একটি যাত্রীবাহী বাস মহাসড়কের নবীগঞ্জ উপজেলাধীন আউশকান্দি স্টেশনে গ্যাস নেয়ার জন্য আসে। গ্যাস দেয়ার সময় বাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।

এতে পুরো স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নবীগঞ্জ, বাহুবল, হবিগঞ্জ ও সিলেটের উসমানীনগরের ৪টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম আরো জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ৯টি সিএনজি, ১টি বাস ও ২টি মোটরসাইকেল পুড়ে যায়। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিএসসি’তে নতুন ৩ সদস্য নিয়োগ
ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের লক্ষ্যবস্তু করে এআই ব্যবহার করছে যুক্তরাষ্ট্র: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগের রায় ৪ সেপ্টেম্বর
সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করতে বৈঠকে বসেছে ইসি
রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশের খসড়ার অনুমোদন
জামালপুরে ৪০০ কোটি টাকা আত্মসাৎ : সিআইডির মামলা
অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মিলারের বৈঠক
হাঁটুর ইনজুরিতে হাভার্টজ
আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রিভিউ শুনানি ২৬ আগস্ট
১০