অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা আদায়, ড্রেজার জব্দ

বাসস
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১০:৪৪ আপডেট: : ২১ আগস্ট ২০২৫, ১৩:২৯
ছবি : বাসস

পিরোজপুর, ২১ আগস্ট ২০২৫ (বাসস) : জেলার ইন্দুরকানি উপজেলার কঁচা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনের কাছ থেকে  ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত ৩ টি ড্রেজার জব্দ করা হয়। 

গতকাল বুধবার দুপুরে ইন্দুরকানি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান-বিন-মুহাম্মাদ আলীর নেতৃত্বে কঁচা ও বলেশ্বর নদীর মোহনায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ইন্দুরকানি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান-বিন মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে জড়িতদের হাতেনাতে ধরে ফেলে। এসময় তাদের ৩ লাখ জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। আটককৃতরা জরিমানা পরিশোধ করায় আদালত তাদের ছেড়ে দেয়।  

তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। নদীর ভাঙন তীব্র আকার ধারণ করছে এবং জনজীবন হুমকির মুখে পড়ছে। যেকোনো মূল্যে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আটককৃতরা হলেন, পিরোজপুর সদর উপজেলার রানীপুর গ্রামের মো. জাহিদুল ইসলাম (৪০) এবং মো. হাফিজ (৪২), বাদুরা গ্রামের মো. হাবিবুর রহমান (৪৫) এবং মো. মিজান খান (৩৪), কৃষ্ণনগর গ্রামের মো. জালাল তালুকদার (৪০), নাজিরপুর উপজেলার বেলুয়া মুগারঝোর গ্রামের আব্দুল্লাহ আল মামুন (৫০) এবং ইন্দুরকানি উপজেলার টগরা গ্রামের মো. লিটন খান (৩৫)।

উল্লেখ্য, গত ১৭ আগস্ট জেলা প্রশাসন ইন্দুরকানি উপজেলাধীন কঁচা নদী এলাকার বালু মহলের ইজারা বাতিল করে পুনরায় ইজারা দেওয়ার জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে। তারপরও একটি  প্রভাবশালী মহল  অবৈধভাবে বালু উত্তোলন করে চলেছে। এ অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ  আদালত পরিচালনা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জয়পুরহাটে অটোমেটেড ভূমি সেবা সংক্রান্ত কর্মশালা
ঝিনাইদহে পলিথিন বিক্রি ও মজুদ করায় জরিমানা
বাকৃবির পরিবহন সেবায় অনলাইন সিস্টেমের উদ্বোধন
টাঙ্গাইলে দুই ডিম ব্যবসায়ীকে জরিমানা
শিল্প উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ
বগুড়ায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী
ঝিনাইদহে সবুজ ক্যাম্পাস বিনির্মাণে চারা রোপণ
নাটোরে সাপের কামড় প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
পিএসসি’তে নতুন ৩ সদস্য নিয়োগ
ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের লক্ষ্যবস্তু করে এআই ব্যবহার করছে যুক্তরাষ্ট্র: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
১০