খুলনার ছাত্রলীগ নেতা বায়েজিদ গ্রেফতার 

বাসস
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১২:১১
বায়েজিদ জান্নাত সিনহা। ছবি: বাসস

খুলনা, ২১ আগস্ট ২০২৫ (বাসস): নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক বায়েজিদ জান্নাত সিনহাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে বরিশাল শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা জিয়াউল জান্নাত বাবুলের পুত্র।

মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম বলেন, বায়েজিদ জান্নাত সিনহা নিষিদ্ধ ছাত্রলীগের খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক ছিলেন। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।

তার অবস্থান জানার জন্য প্রযুক্তির সাহায্য নেওয়া হয়। গতকাল বুধবার তার অবস্থান নিশ্চিত হয়ে বরিশাল শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ বছরের ১৮ মার্চ তার বিরুদ্ধে খুলনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বরিশালে গ্রেফতার হওয়ার পর সিনহাকে আজ খুলনায় আনা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রিং শাইন টেক্সটাইলের চেয়ারম্যান-ব্যবস্থাপনা পরিচালকের প্রতিষ্ঠানের বিও একাউন্ট অবরুদ্ধ
আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই: জামায়াত আমির
৯১ আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন
তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হয়েছিল: অ্যাটর্নি জেনারেল
ব্রাসেলস বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু হচ্ছে
দুবলার চরে তিন দিনব্যাপী রাসপূজা সমাপ্ত
মার্কিন রাজনীতিতে চমক: সমাজতন্ত্রী ও ট্রাম্পবিরোধী মামদানি নিউইয়র্কের নতুন মেয়র
ভাল্লুকের আক্রমণের পর সেনা মোতায়েন করল জাপান
মাটি ও পরিবেশ রক্ষায় মেহেরপুরে কৃষক ঐক্য ফাউন্ডেশনের পথসভা
বাগেরহাটে ৩ দিনব্যাপী ‘চিংড়ি চাষ’ প্রশিক্ষণ 
১০