ঝিনাইদহের মহেশপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

বাসস
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১২:২০

ঝিনাইদহ, ২১ আগস্ট ২০২৫ (বাসস) : জেলার মহেশপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার কালীগঞ্জ-জীবননগর সড়কের তুষার সিরামিকস কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি এসি বাস ঘটনাস্থলে পৌঁছালে সিরামিকস কারখানা থেকে বের হওয়া একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং বাসের যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হন।

খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায়। গুরুতর আহত ট্রাকচালক ও হেলপারকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, দুর্ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রিং শাইন টেক্সটাইলের চেয়ারম্যান-ব্যবস্থাপনা পরিচালকের প্রতিষ্ঠানের বিও একাউন্ট অবরুদ্ধ
আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই: জামায়াত আমির
৯১ আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন
তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হয়েছিল: অ্যাটর্নি জেনারেল
ব্রাসেলস বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু হচ্ছে
দুবলার চরে তিন দিনব্যাপী রাসপূজা সমাপ্ত
মার্কিন রাজনীতিতে চমক: সমাজতন্ত্রী ও ট্রাম্পবিরোধী মামদানি নিউইয়র্কের নতুন মেয়র
ভাল্লুকের আক্রমণের পর সেনা মোতায়েন করল জাপান
মাটি ও পরিবেশ রক্ষায় মেহেরপুরে কৃষক ঐক্য ফাউন্ডেশনের পথসভা
বাগেরহাটে ৩ দিনব্যাপী ‘চিংড়ি চাষ’ প্রশিক্ষণ 
১০