জগন্নাথপুরে পাটলী ইউনিয়ন বিএনপির নতুন সদস্য ও নবায়ন কর্মসূচি উদ্বোধন

বাসস
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১২:১১
জগন্নাথপুর উপজেলায় পাটলী ইউনিয়ন বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠকিভাবে শুরু হয়েছে। ছবি : বাসস

সুনামগঞ্জ, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার জগন্নাথপুর উপজেলায় পাটলী ইউনিয়ন বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

পাটলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. খলিলুর রহমান গতকাল অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী শফিকুল আলম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।

কয়ছর আহমেদ বলেন, ‘গত ১৭ বছরে দেশে দুই কোটি নতুন ভোটার হয়েছেন। তবে তারা এখনও ভোটাধিকার প্রয়োগের পরিবেশ পাননি। অন্তর্বর্তীকালীন সরকার সুন্দর ও সুষ্ঠু ভোটের আয়োজন করে এই সকল নতুন ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ ও পরিবেশ নিশ্চিত করবেন।’

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাষ্টার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দীন আহমেদ ও হাজী আব্দুস সোবহান, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক দিলু মিয়া, যুক্তরাজ্য যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলিফ মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাশিম ডালিম এবং যুগ্ম আহ্বায়ক রাসেল বক্স।

এছাড়া উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন ও যুগ্ম আহ্বায়ক জাকারিয়া হোসেন, জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রুহুল আমীন, সভাপতি জাকারিয়া আহমদ ও সাধারণ সম্পাদক সাখায়াত হোসেন প্রমুখ।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জয়পুরহাটে অটোমেটেড ভূমি সেবা সংক্রান্ত কর্মশালা
ঝিনাইদহে পলিথিন বিক্রি ও মজুদ করায় জরিমানা
বাকৃবির পরিবহন সেবায় অনলাইন সিস্টেমের উদ্বোধন
টাঙ্গাইলে দুই ডিম ব্যবসায়ীকে জরিমানা
শিল্প উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ
বগুড়ায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী
ঝিনাইদহে সবুজ ক্যাম্পাস বিনির্মাণে চারা রোপণ
নাটোরে সাপের কামড় প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
পিএসসি’তে নতুন ৩ সদস্য নিয়োগ
ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের লক্ষ্যবস্তু করে এআই ব্যবহার করছে যুক্তরাষ্ট্র: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
১০