জগন্নাথপুরে রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

বাসস
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১০:৪১
ছবি: বাসস

সুনামগঞ্জ, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন বিএনপি শাখার নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী চাঁন মিয়া গতকাল আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কয়েছ উদ্দীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি কলিম উদ্দীন আহমদ মিলন।

প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাবেক সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দীন সুহেল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও এডিশনাল পিপি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামাল উদ্দীন আহমেদ, সৈয়দ মুসাব্বির আহমদ ও হাজী আব্দুস সোবহান।

এছাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুবেদ আলী লখন, যুক্তরাজ্য যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলিফ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুনুর রশীদ ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির বক্তব্য দেন।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হিলি বন্দরে কাঁচা মরিচ আমদানি বেড়েছে, কমেছে দাম
মুক্তি পেলেন ট্রাম্পের কঠোর অভিবাসন বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা গার্সিয়া
গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করলো জাতিসংঘ, মধ্যপ্রাচ্যে প্রথম
যুক্তরাষ্ট্রকে ১০ শতাংশ শেয়ার দিতে ট্রাম-ইন্টেল চুক্তির ঘোষণা
দেশের সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত
পুতিন-জেলেনস্কি বৈঠকের আশা ম্লান
নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদী ভাঙন বাড়ছে
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত 
সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় পুলিশ কর্মকর্তা নিহত
ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল
১০