জগন্নাথপুরে রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

বাসস
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১০:৪১
ছবি: বাসস

সুনামগঞ্জ, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন বিএনপি শাখার নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী চাঁন মিয়া গতকাল আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কয়েছ উদ্দীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি কলিম উদ্দীন আহমদ মিলন।

প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাবেক সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দীন সুহেল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও এডিশনাল পিপি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামাল উদ্দীন আহমেদ, সৈয়দ মুসাব্বির আহমদ ও হাজী আব্দুস সোবহান।

এছাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুবেদ আলী লখন, যুক্তরাজ্য যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলিফ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুনুর রশীদ ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির বক্তব্য দেন।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রিন্স হ্যারির আকস্মিক ইউক্রেন সফর
ম্যান ইউ ছাড়লেন ওনানা
টানা অনশনে অসুস্থ চবি’র ৪ শিক্ষার্থী হাসপাতালে
ইংল্যান্ড সিরিজ শেষ এনগিডির
বিশ্ব ওজোন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিশুশ্রম রোধে সবাইকে এগিয়ে আসতে হবে
পোল্যান্ডের ঘটনায় ফ্রান্সে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব
মুন্সীগঞ্জে সেফটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ে প্রশিক্ষণ
ডেনমার্ক ৯.১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম কিনছে
প্রতি মাসে আড়াই কোটি টাকার কাঁচা মরিচ বিক্রি হয় নওগাঁর মোমনিপুর হাটে
১০