জগন্নাথপুরে রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

বাসস
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১০:৪১
ছবি: বাসস

সুনামগঞ্জ, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন বিএনপি শাখার নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী চাঁন মিয়া গতকাল আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কয়েছ উদ্দীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি কলিম উদ্দীন আহমদ মিলন।

প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাবেক সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দীন সুহেল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও এডিশনাল পিপি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামাল উদ্দীন আহমেদ, সৈয়দ মুসাব্বির আহমদ ও হাজী আব্দুস সোবহান।

এছাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুবেদ আলী লখন, যুক্তরাজ্য যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলিফ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুনুর রশীদ ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির বক্তব্য দেন।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হ্যান্ডবল মাঠে মায়েদের অন্য রকম অনুপ্রেরণা
চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেফতার
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১,৭৪৮
মুন্সীগঞ্জে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচনী প্রচারে বিজেপি
হবিগঞ্জে হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন
নওগাঁয় উদ্ধারকৃত ৬টি বালি হাঁস অবমুক্ত
এ্যাশেজ টেস্টের প্রথম ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দল ঘোষণা
বাংলাদেশ-মেক্সিকোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতায় জোর দিলেন রাষ্ট্রদূত
ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ
১০