দিনাজপুরে মাদকবাহী ট্রাকসহ দুই জন আটক

বাসস
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১১:০২

দিনাজপুর, ২৩ আগস্ট ২০২৫ (বাসস): জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পরিচালিত মাদক বিরোধী অভিযানে একটি ট্রাক থেকে ২৬ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করা হয়েছে।

দিনাজপুরের বিরল থানার ওসি পরিদর্শক মো. আব্দুস সবুর এই  তথ্য নিশ্চিত করে বলেন, গতরাত (শনিবার) সাড়ে ১২ টায় দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আব্দুর রহমান তার সঙ্গীয় ফোর্সসহ বিরল থানায় হাজির হয়ে আটক দুই জন আসামিসহ উদ্ধারকৃত ২৬ কেজি গাঁজা ও একটি ট্রাক থানায় সোপর্দ করেন।

পরে তিনি নিজে বাদী হয়ে অভিযানে আটক দুই জনের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করেন।

দিনাজপুর ডিএনসির পরিদর্শক মো. আব্দুর রহমান জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য অনুযায়ী জেলার বিরল উপজেলার কাঞ্চন সেতু এলাকায় গাঁজাবাহী একটি ট্রাক প্রবেশ করে। তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কাঞ্চন সেতুর ওপারে ট্রাকটি আটক করতে সক্ষম হয়। আটক ওই ট্রাক থেকে বস্তার মধ্যে অভিনব কায়দায় নিয়ে আসা ২৬ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করা হয়। 

সূত্র জানায়, গাঁজা পরিবহণকারীরা হলেন; টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার নন্দপাড়া গ্রামের মো. কাজী সোহরাব হোসেনের পুত্র কাজী মো. সোহেল হোসেন (৩৯) এবং একই জেলার ধনবাড়ি উপজেলার মো. শাহিন হোসেনের পুত্র মো. সুমন হোসেন (২২)। ঢাকা মেট্রো ট-১২-৫৫-৭৭  নম্বরের একটি ট্রাকে করে দুইটি বস্তায় অভিনব কায়দায় ২৬ কেজি গাঁজা নিয়ে কুমিল্লা থেকে দিনাজপুর জেলার বিরল উপজেলায় প্রবেশ করে। এসময় দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান টিম বিরল উপজেলার কাঞ্চন বাজার এম এম ফিলিং স্টেশন এর সামনে তাদের আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ২৬ কেজি গাঁজার আনুমানিক মূল্য ৭ লাখ ৮০ হাজার টাকা।

এ ঘটনায় জেলার বিরল থানায় মাদক আইনে আটক মো.  কাজী সোহেল হোসেন এবং মো. সুমন হোসেনকে গ্রেফতার দেখিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। 

দিনাজপুর ডিএনসির উপপরিচালক মো. রাকিবুজ্জামান বলেন, গতকাল সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ডিএনসির অভিযানকারী দল  তৎপর থেকে তাদের আটক করতে সক্ষম হয়।

জেলার বিরল থানার ওসি পরিদর্শক মো. আব্দুস সবুর বলেন, গ্রেফতারকৃত দুই জনকে আজ শনিবার দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিপুল গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেফতার
ঝিনাইদহে ৬ লেন প্রকল্পে জমি অধিগ্রহণে ন্যায্যমূল্য দাবি
নারায়ণগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ ৯
আগামী জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ভেনিজুয়েলায় 'অবৈধ' মার্কিন সেনা মোতায়েনের তীব্র নিন্দা মাদুরোর
হিলি বন্দরে কাঁচা মরিচ আমদানি বেড়েছে, কমেছে দাম
মুক্তি পেলেন ট্রাম্পের কঠোর অভিবাসন বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা গার্সিয়া
গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করলো জাতিসংঘ, মধ্যপ্রাচ্যে প্রথম
যুক্তরাষ্ট্রকে ১০ শতাংশ শেয়ার দিতে ট্রাম-ইন্টেল চুক্তির ঘোষণা
দেশের সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত
১০