নরসিংদী, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় আদিয়াবাদ ছাত্র যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ শনিবার রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ, আফছার উদ্দিন আর্দশ বিদ্যাপীঠ ও দারুল উলুম মাদ্রাসা মাঠে বিভিন্ন বৃক্ষের চারা রোপন করা হয়েছে।
এছাড়া বৃক্ষরোপণ শেষে উক্ত ৩টি প্রতিষ্ঠানের মেধাবী ও দরিদ্র প্রায় ৭৫ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
আদিয়াবাদ ছাত্র যুব উন্নয়ন ক্লাবের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাবের উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, সাধারণ সম্পাদক মো. হান্নান মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. জাকারিয়া ও প্রচার সম্পাদক কিরণ মিয়া প্রমুখ।