ভোলায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ

বাসস
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৫:০০
ভোলায় দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। ছবি: বাসস

ভোলা, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : ভোলায় দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ভোলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। এ সময় বৃষ্টিতে ভিজে সাংবাদিকরা কর্মসূচি পালন করেন। 

এর আগে শুক্রবার দৌলতখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি’র ভোলা স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন লিটন ও ক্যামেরা পার্সন উৎপল দেবনাথ সন্ত্রাসী হামলার শিকার হন।

মানববন্ধনে বক্তারা বলেন, শুক্রবার দুপুরে ভবানীপুর ইউনিয়নে একটি অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গেলে জনৈক কাজি রাসেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী সময় টিভির রিপোর্টার ও ক্যামেরাম্যানকে অবরুদ্ধ করে। তারা ওই দুই সাংবাদিককে মারধর করে ও ক্যামেরা ভাঙচুর করে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

মানববন্ধনে বক্তব্য দেন, দৈনিক আজকের ভোলার সম্পাদক মো. শওকত হোসেন, ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি অ্যাডভোকেট নজরুল হক অনু, কালবেলা প্রতিনিধি ওমর ফারুক, সাংবাদিক আল আমিন শাহরিয়ার, সময় টিভি স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন লিটন, চ্যানেল আই প্রতিনিধি হারুন অর রশিদ, আমার দেশ প্রতিনিধি ইউনুছ শরীফ, একুশে টিভি প্রতিনিধি মেসবাহউদ্দিন শিপুসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০