ঝিনাইদহ, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস): জেলার মহেশপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে।
আজ শনিবার দুপুর ১২টায় মহেশপুর জেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচি শুরু হয়। কর্মসুচির উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি তারেকুজ্জামান তারেক।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহজাহান আলী, জেলা মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, সাধারণ সম্পাদক তহুরা খাতুন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস প্রমুখ।
আয়োজকরা জানান, সদস্য নবায়ন ছাড়াও নতুন প্রায় ৪০ হাজার সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মহেশপুর উপজেলা ও পৌর বিএনপি।