রক্তদহ বিল ঘিরে উন্নয়ন পরিকল্পনা

বাসস
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৭:০৫ আপডেট: : ২৩ আগস্ট ২০২৫, ১৭:২৭
শুধু এ অঞ্চলের নয়, দেশের সম্পদ রক্তদহ বিল ঘিরে উন্নয়ন পরিকল্পনা। ছবি : বাসস

 বাবুল আখতার রানা

নওগাঁ, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : নওগাঁর রক্তদহ বিল শুধু এ অঞ্চলের নয়, দেশের সম্পদ। কিন্তু বছরের পর বছর বিলকে ঘিরে সঠিক পরিকল্পনা গ্রহণ না করায় ঐতিহ্যবাহী বিলটি যৌবন হারিয়েছে। 

বিলটি খনন না করা, সংযোগ খালগুলো খনন না করা, বিলের চারপাশে বাঁধ দিয়ে গাছরোপণ না করা, কচুরিপানা অপসারণের সহজ পথ বন্ধ হয়ে যাওয়ায় রক্তদহ এখন মৃত প্রায়। 

জানা গেছে, বর্তমানে বিলে আগের মতো আর মাছ থাকে না। অথচ এক সময় এই বিল থেকে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করেছে শত শত জেলে পরিবার। কিন্তু বছরের পর বছর রাজনৈতিক যাতাকলে পৃষ্ঠ হয়ে হাজার হেক্টর জমির রক্তদহ বর্তমানে তেমন উপকারে আসছে না।

তাই এ বিলকে ঘিরে নওগাঁ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ গ্রহণ করেছে এক হালির বেশি উন্নয়ন পরিকল্পনা। এর মধ্যে বিল খনন, বিলের চারপাশ দিয়ে পর্যটকদের চলাচলের জন্য রাস্তা, নৌকার সহজ যাতায়াত পথ সৃষ্টি করা, চারপাশ দিয়ে পরিবেশ ও পাখিবান্ধব গাছ রোপন, বিলের সংযোগ খাল খনন করাসহ নানা পরিকল্পনার কথা জানিয়েছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ নওগাঁর নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম।

তিনি জানান, খননের মাধ্যমে রক্তদহ বিলের হারিয়ে যাওয়া যৌবনকে ফিরিয়ে এনে বিল ঘিরে ইকোপার্ক তৈরির প্রস্তুতি শুরু হয়েছে। পরিকল্পনার গ্রহণের প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। আশা করছি, তখন রক্তদহ বিল, পাখি পল্লীর সৌন্দর্য উপভোগ করতে অনেক পর্যটক এখানে আসবেন। 

এছাড়া নওগাঁর ১১ উপজেলার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে শতভাগ কৃষক ও সেবা প্রত্যাশীদের উপকারে আনা হবে। নিয়মের মধ্যে থেকে সেবা প্রত্যাশীদের ন্যায্য সেবা দেওয়া হবে।  

রেজাউল ইসলাম বলেন, এ অঞ্চলে বছরের পর বছর ধরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সম্পর্কে যে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে, সেটা থেকে বের হওয়ার চেষ্টা অব্যাহত থাকবে। এছাড়া জেলার বিভিন্ন অঞ্চলে বরেন্দ্রের অর্ন্তভুক্ত খালগুলো সংস্কারের পদক্ষেপ গ্রহণ করা হবে। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০