রক্তদহ বিল ঘিরে উন্নয়ন পরিকল্পনা

বাসস
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৭:০৫ আপডেট: : ২৩ আগস্ট ২০২৫, ১৭:২৭
শুধু এ অঞ্চলের নয়, দেশের সম্পদ রক্তদহ বিল ঘিরে উন্নয়ন পরিকল্পনা। ছবি : বাসস

 বাবুল আখতার রানা

নওগাঁ, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : নওগাঁর রক্তদহ বিল শুধু এ অঞ্চলের নয়, দেশের সম্পদ। কিন্তু বছরের পর বছর বিলকে ঘিরে সঠিক পরিকল্পনা গ্রহণ না করায় ঐতিহ্যবাহী বিলটি যৌবন হারিয়েছে। 

বিলটি খনন না করা, সংযোগ খালগুলো খনন না করা, বিলের চারপাশে বাঁধ দিয়ে গাছরোপণ না করা, কচুরিপানা অপসারণের সহজ পথ বন্ধ হয়ে যাওয়ায় রক্তদহ এখন মৃত প্রায়। 

জানা গেছে, বর্তমানে বিলে আগের মতো আর মাছ থাকে না। অথচ এক সময় এই বিল থেকে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করেছে শত শত জেলে পরিবার। কিন্তু বছরের পর বছর রাজনৈতিক যাতাকলে পৃষ্ঠ হয়ে হাজার হেক্টর জমির রক্তদহ বর্তমানে তেমন উপকারে আসছে না।

তাই এ বিলকে ঘিরে নওগাঁ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ গ্রহণ করেছে এক হালির বেশি উন্নয়ন পরিকল্পনা। এর মধ্যে বিল খনন, বিলের চারপাশ দিয়ে পর্যটকদের চলাচলের জন্য রাস্তা, নৌকার সহজ যাতায়াত পথ সৃষ্টি করা, চারপাশ দিয়ে পরিবেশ ও পাখিবান্ধব গাছ রোপন, বিলের সংযোগ খাল খনন করাসহ নানা পরিকল্পনার কথা জানিয়েছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ নওগাঁর নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম।

তিনি জানান, খননের মাধ্যমে রক্তদহ বিলের হারিয়ে যাওয়া যৌবনকে ফিরিয়ে এনে বিল ঘিরে ইকোপার্ক তৈরির প্রস্তুতি শুরু হয়েছে। পরিকল্পনার গ্রহণের প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। আশা করছি, তখন রক্তদহ বিল, পাখি পল্লীর সৌন্দর্য উপভোগ করতে অনেক পর্যটক এখানে আসবেন। 

এছাড়া নওগাঁর ১১ উপজেলার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে শতভাগ কৃষক ও সেবা প্রত্যাশীদের উপকারে আনা হবে। নিয়মের মধ্যে থেকে সেবা প্রত্যাশীদের ন্যায্য সেবা দেওয়া হবে।  

রেজাউল ইসলাম বলেন, এ অঞ্চলে বছরের পর বছর ধরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সম্পর্কে যে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে, সেটা থেকে বের হওয়ার চেষ্টা অব্যাহত থাকবে। এছাড়া জেলার বিভিন্ন অঞ্চলে বরেন্দ্রের অর্ন্তভুক্ত খালগুলো সংস্কারের পদক্ষেপ গ্রহণ করা হবে। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০