দিনাজপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে তিনজন দগ্ধ

বাসস
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৭:০৮
শনিবার দিনাজপুর শহরের লালবাগ এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডারের লিকেজের কারনে আগুন ধরে তিনজন গুরুতর আহত হন। ছবি : বাসস

দিনাজপুর, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলা সদরে আজ গ্যাস সিলিন্ডারের লিকেজের কারনে  আগুন ধরে তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ দুপুর ২টার দিকে দিনাজপুর শহরের লালবাগ এলাকায় একটি বাসায় এ ঘটেছে বলে ফাযার সার্ভিস সূত্রে জানা গেছে।

আহতরা হলেন-জেলা শহরের লালবাগ এলাকায় মো. সৈকত ইসলাম (৩৩), মো. হাসির ইসলাম (৩০), মো. রফিকুল ইসলাম (৫০)। আহতরা একই পরিবারের সদস্য। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলা শহরে লালবাগ এলাকার একটি বাসায় রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে হঠাৎ আগুন ধরে যায়। এতে ঘরের ভিতরে থাকা তিনজন আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাদের চিৎকারে এড়িয়ে স্থানীয়রা আসেন এবং ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে দ্রুত আহতদের উদ্ধার করেন। শনিবার বিকাল সাড়ে তিনটায় আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তমাল হাসান জানায়, আহত তিনজনকে সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। 

ঘটনা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওবায়দুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারের ত্রুটি বা অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হ্যান্ডবল মাঠে মায়েদের অন্য রকম অনুপ্রেরণা
চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেফতার
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১,৭৪৮
মুন্সীগঞ্জে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচনী প্রচারে বিজেপি
হবিগঞ্জে হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন
নওগাঁয় উদ্ধারকৃত ৬টি বালি হাঁস অবমুক্ত
এ্যাশেজ টেস্টের প্রথম ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দল ঘোষণা
বাংলাদেশ-মেক্সিকোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতায় জোর দিলেন রাষ্ট্রদূত
ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ
১০