দিনাজপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে তিনজন দগ্ধ

বাসস
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৭:০৮
শনিবার দিনাজপুর শহরের লালবাগ এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডারের লিকেজের কারনে আগুন ধরে তিনজন গুরুতর আহত হন। ছবি : বাসস

দিনাজপুর, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলা সদরে আজ গ্যাস সিলিন্ডারের লিকেজের কারনে  আগুন ধরে তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ দুপুর ২টার দিকে দিনাজপুর শহরের লালবাগ এলাকায় একটি বাসায় এ ঘটেছে বলে ফাযার সার্ভিস সূত্রে জানা গেছে।

আহতরা হলেন-জেলা শহরের লালবাগ এলাকায় মো. সৈকত ইসলাম (৩৩), মো. হাসির ইসলাম (৩০), মো. রফিকুল ইসলাম (৫০)। আহতরা একই পরিবারের সদস্য। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলা শহরে লালবাগ এলাকার একটি বাসায় রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে হঠাৎ আগুন ধরে যায়। এতে ঘরের ভিতরে থাকা তিনজন আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাদের চিৎকারে এড়িয়ে স্থানীয়রা আসেন এবং ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে দ্রুত আহতদের উদ্ধার করেন। শনিবার বিকাল সাড়ে তিনটায় আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তমাল হাসান জানায়, আহত তিনজনকে সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। 

ঘটনা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওবায়দুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারের ত্রুটি বা অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু
জাকসু নির্বাচনের ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ
ওমানকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপ শুরু পাকিস্তানের
রাজবাড়ীর গোয়ালন্দে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক
নেত্রকোণা খালিয়াজুরীতে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের ধাক্কা, নিখোঁজ ৪
দাকোপে লজিক প্রকল্পের পানি শোধনাগার পরিদর্শন করলেন ইইউ রাষ্ট্রদূত
ফারহান ফাইয়াজের মতো শহীদদের স্মরণে নতুন করে দেশ গড়ব : শারমীন এস মুরশিদ
বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না : ড. মঈন খান
চিরনিদ্রায় শায়িত হলেন জাবি শিক্ষক সৌমিতা
ওমানের বিপক্ষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১৬০ রান
১০