গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৭:১১

গোপালগঞ্জ, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সরকারি কোটালীপাড়া কলেজ সংসদের সাবেক জিএস আলিউজ্জামান জামিরকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

নাশকতা মামলায় শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার সদর (পশ্চিমপাড়) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ডহরপাড়া গ্রামের মোকসেদ আলীর ছেলে।

আজ শনিবার কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলীউজ্জামানকে কোটালীপাড়া-পয়সারহাট মহাসড়কের ওপর গাছ ফেলে নাশকতা ঘটানোর মামলার সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, গত ১৬ জুলাই উপজেলার ওয়াবদার এলাকায় কোটালীপাড়া-পয়সারহাট মহাসড়কে ওপর গাছ ফেলে দেশীয় অস্ত্র নিয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। জনমনে ভীতি সৃষ্টি করতে যানবাহন চলাচলে বাধা দেয় তারা। 

এ ঘটনায় পুলিশ ১৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০০ জনকে আসামি করে কোটালীপাড়া থানায় মামলা করে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাঙ্গামাটিতে শিশু-কিশোর-কিশোরীদের কারাতে বেল্ট প্রদান
হবিগঞ্জে ‘জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে’ চ্যাম্পিয়ন চুনারুঘাট উপজেলা
এনসিএল টি-টোয়েন্টির আট দলের স্কোয়াড
বরিশালের উন্নয়নে প্রকল্প গ্রহণ করা হচ্ছে: নৌ-পরিবহন উপদেষ্টা
বান্দরবানে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম কারাগারে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৪২তম সভা অনুষ্ঠিত
চাকসু গঠনতন্ত্রে সহ-সম্পাদকের পদ বাতিল, যুক্ত হচ্ছে নতুন ৪ পদ
বজ্রনিরোধক দণ্ড কেনা থেকে সরে এসেছে সরকার : দুর্যোগ উপদেষ্টা
এলডিসি গ্র্যাজুয়েশন থেকে পিছিয়ে আসার কোনো উপায় নেই: আনিসুজ্জামান
১০