গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৭:১১

গোপালগঞ্জ, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সরকারি কোটালীপাড়া কলেজ সংসদের সাবেক জিএস আলিউজ্জামান জামিরকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

নাশকতা মামলায় শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার সদর (পশ্চিমপাড়) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ডহরপাড়া গ্রামের মোকসেদ আলীর ছেলে।

আজ শনিবার কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলীউজ্জামানকে কোটালীপাড়া-পয়সারহাট মহাসড়কের ওপর গাছ ফেলে নাশকতা ঘটানোর মামলার সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, গত ১৬ জুলাই উপজেলার ওয়াবদার এলাকায় কোটালীপাড়া-পয়সারহাট মহাসড়কে ওপর গাছ ফেলে দেশীয় অস্ত্র নিয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। জনমনে ভীতি সৃষ্টি করতে যানবাহন চলাচলে বাধা দেয় তারা। 

এ ঘটনায় পুলিশ ১৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০০ জনকে আসামি করে কোটালীপাড়া থানায় মামলা করে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০