খাগড়াছড়ি, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা শাখার অভিষেক ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
‘আমার পাহাড়, আমার জীবন’ স্লোগানে আজ শনিবার দুপুরে শহরের সেলিম ট্রেড সেন্টারে এ অনুষ্ঠান হয়।
এতে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলার সভাপতি ইঞ্জিনিয়ার মো. লোকমান হোসাইন। প্রধান অতিথির বক্তব্য দেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক মো. আবু তাহের।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক মেয়র ও পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আলমগীর কবির, সম্মেলন বাস্তবায়ন কমিটি খাগড়াছড়ির সহ সভাপতি মো. আব্দুল হামিদ রানা, রাঙ্গামাটি জেলার সভাপতি মো. সোলায়মান, খাগড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক মো. এস এম মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক মো. মোকতাদের হোসেন প্রমুখ।
বক্তারা, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠীর সাংবিধানিক সংরক্ষণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, মহিলা পরিষদ, ছাত্র পরিষদসহ নাগরিক পরিষদের স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটির নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।