ফেনীর বন্যা মোকাবেলাসহ বিভিন্ন দাবিতে লিয়াজো কমিটি গঠনের ঘোষণা 

বাসস
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৮:৫২
লিয়াজো কমিটি গঠনের ঘোষণা ।  ছবি : সংগৃহীত

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : ফেনীর বন্যা মোকাবেলাসহ বিভিন্ন দাবিতে লিয়াজো কমিটি গঠনের ঘোষণা দিয়েছে ফেনী কমিউনিটি।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০২৪ সালের শতাব্দীর ভয়াবহ বন্যার এক বছরের স্মৃতিচারণ এবং এর স্থায়ী সমাধানে করণীয় বিষয়ক মতবিনিময় সভায় নাগরিক সংগঠন ‘ফেনী কমিউনিটি’র পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। 

কমিউনিটির আহবায়ক ও বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদাদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিউনিটির সদস্য সচিব বুরহান উদ্দিন ফয়সল।  

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আব্দুল্লাহ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের ইলেকট্রনিক ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রকৌশলী মোতাহের হোসেন, সাংবাদিক ও সমাজকর্মী ফারাবী হাফিজ, জাতীয়তাবাদী সমবায় দলের সাধারণ সম্পাদক ড. নিজাম উদ্দিন, কানাডা বিএনপির যুগ্ম-সম্পাদক হুমায়ুন কবির পাটোয়ারী, ব্যবসায়ী ও ফেনী ফোরামের সহ-সভাপতি দিদারুল আলম মজুমদার, সোনাগাজী ফোরামের সভাপতি ইব্রাহিম বাহারী, সাংবাদিক কেফায়েত শাকিল ও সাংবাদিক কাজী মোস্তাফিজুর রহমান প্রমুখ।

গত বছরের ফেনীর বন্যা বাংলাদেশের ইতিহাসে একটি ভয়াবহ ঘটনা উল্লেখ করে, মজিবুর রহমান মঞ্জু তার বক্তব্যে বলেন, সম্প্রতি একনেকে ফেনীর বন্যা মোকাবেলায় একটি প্রকল্প পাস হয়েছে। যদিও এটির বাজেট চাহিদার তুলনায় অনেক কম, তবে এটি দুর্নীতিমুক্ত রাখা গেলে সম্ভব হবে। এ জন্য জেলার সব মত ও পথের মানুষদের সম্মিলিত ভূমিকা রাখতে হবে।

এম আব্দুল্লাহ বলেন, আমরা ফেনীবাসী রাজনৈতিক ও প্রতিবেশী আগ্রাসনের শিকার হয়েছি। বর্তমানে যে সরকারটি রয়েছে এটি জনগণের সরকার। 

সম্প্রতি ফেনীর বন্যা নিরাপত্তায় ৭ হাজার কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হচ্ছে। এই প্রকল্পটি যেনো কোনোভাবে লুটপাটের কবলে না পড়ে সেদিকে ফেনীর বিশিষ্টজনদের নজর দেওয়ারও আহ্বান জানান তিনি।

সাংবাদিক ফারাবী হাফিজ ২৪ সালের বন্যায় নিজ হাতে তিনটি বেওয়ারিশ লাশ দাফন ও টানা কয়েকদিন নাওয়া-খাওয়া ভুলে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ফেনীবাসীর জন্য কাজ করার স্মৃতি তুলে ধরেন। এ সময় পুরো মিলনায়তন আবেগাপ্লুত হয়ে পড়ে।

দিদারুল আলম মজুমদার বলেন, ফেনীর বন্যা জাতীয় সমস্যা, এই সমস্যা সামাধানে রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রয়োজন। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০