ফেনীর বন্যা মোকাবেলাসহ বিভিন্ন দাবিতে লিয়াজো কমিটি গঠনের ঘোষণা 

বাসস
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৮:৫২
লিয়াজো কমিটি গঠনের ঘোষণা ।  ছবি : সংগৃহীত

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : ফেনীর বন্যা মোকাবেলাসহ বিভিন্ন দাবিতে লিয়াজো কমিটি গঠনের ঘোষণা দিয়েছে ফেনী কমিউনিটি।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০২৪ সালের শতাব্দীর ভয়াবহ বন্যার এক বছরের স্মৃতিচারণ এবং এর স্থায়ী সমাধানে করণীয় বিষয়ক মতবিনিময় সভায় নাগরিক সংগঠন ‘ফেনী কমিউনিটি’র পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। 

কমিউনিটির আহবায়ক ও বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদাদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিউনিটির সদস্য সচিব বুরহান উদ্দিন ফয়সল।  

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আব্দুল্লাহ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের ইলেকট্রনিক ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রকৌশলী মোতাহের হোসেন, সাংবাদিক ও সমাজকর্মী ফারাবী হাফিজ, জাতীয়তাবাদী সমবায় দলের সাধারণ সম্পাদক ড. নিজাম উদ্দিন, কানাডা বিএনপির যুগ্ম-সম্পাদক হুমায়ুন কবির পাটোয়ারী, ব্যবসায়ী ও ফেনী ফোরামের সহ-সভাপতি দিদারুল আলম মজুমদার, সোনাগাজী ফোরামের সভাপতি ইব্রাহিম বাহারী, সাংবাদিক কেফায়েত শাকিল ও সাংবাদিক কাজী মোস্তাফিজুর রহমান প্রমুখ।

গত বছরের ফেনীর বন্যা বাংলাদেশের ইতিহাসে একটি ভয়াবহ ঘটনা উল্লেখ করে, মজিবুর রহমান মঞ্জু তার বক্তব্যে বলেন, সম্প্রতি একনেকে ফেনীর বন্যা মোকাবেলায় একটি প্রকল্প পাস হয়েছে। যদিও এটির বাজেট চাহিদার তুলনায় অনেক কম, তবে এটি দুর্নীতিমুক্ত রাখা গেলে সম্ভব হবে। এ জন্য জেলার সব মত ও পথের মানুষদের সম্মিলিত ভূমিকা রাখতে হবে।

এম আব্দুল্লাহ বলেন, আমরা ফেনীবাসী রাজনৈতিক ও প্রতিবেশী আগ্রাসনের শিকার হয়েছি। বর্তমানে যে সরকারটি রয়েছে এটি জনগণের সরকার। 

সম্প্রতি ফেনীর বন্যা নিরাপত্তায় ৭ হাজার কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হচ্ছে। এই প্রকল্পটি যেনো কোনোভাবে লুটপাটের কবলে না পড়ে সেদিকে ফেনীর বিশিষ্টজনদের নজর দেওয়ারও আহ্বান জানান তিনি।

সাংবাদিক ফারাবী হাফিজ ২৪ সালের বন্যায় নিজ হাতে তিনটি বেওয়ারিশ লাশ দাফন ও টানা কয়েকদিন নাওয়া-খাওয়া ভুলে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ফেনীবাসীর জন্য কাজ করার স্মৃতি তুলে ধরেন। এ সময় পুরো মিলনায়তন আবেগাপ্লুত হয়ে পড়ে।

দিদারুল আলম মজুমদার বলেন, ফেনীর বন্যা জাতীয় সমস্যা, এই সমস্যা সামাধানে রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রয়োজন। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০