ফেনীর বন্যা মোকাবেলাসহ বিভিন্ন দাবিতে লিয়াজো কমিটি গঠনের ঘোষণা 

বাসস
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৮:৫২
লিয়াজো কমিটি গঠনের ঘোষণা ।  ছবি : সংগৃহীত

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : ফেনীর বন্যা মোকাবেলাসহ বিভিন্ন দাবিতে লিয়াজো কমিটি গঠনের ঘোষণা দিয়েছে ফেনী কমিউনিটি।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০২৪ সালের শতাব্দীর ভয়াবহ বন্যার এক বছরের স্মৃতিচারণ এবং এর স্থায়ী সমাধানে করণীয় বিষয়ক মতবিনিময় সভায় নাগরিক সংগঠন ‘ফেনী কমিউনিটি’র পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। 

কমিউনিটির আহবায়ক ও বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদাদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিউনিটির সদস্য সচিব বুরহান উদ্দিন ফয়সল।  

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আব্দুল্লাহ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের ইলেকট্রনিক ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রকৌশলী মোতাহের হোসেন, সাংবাদিক ও সমাজকর্মী ফারাবী হাফিজ, জাতীয়তাবাদী সমবায় দলের সাধারণ সম্পাদক ড. নিজাম উদ্দিন, কানাডা বিএনপির যুগ্ম-সম্পাদক হুমায়ুন কবির পাটোয়ারী, ব্যবসায়ী ও ফেনী ফোরামের সহ-সভাপতি দিদারুল আলম মজুমদার, সোনাগাজী ফোরামের সভাপতি ইব্রাহিম বাহারী, সাংবাদিক কেফায়েত শাকিল ও সাংবাদিক কাজী মোস্তাফিজুর রহমান প্রমুখ।

গত বছরের ফেনীর বন্যা বাংলাদেশের ইতিহাসে একটি ভয়াবহ ঘটনা উল্লেখ করে, মজিবুর রহমান মঞ্জু তার বক্তব্যে বলেন, সম্প্রতি একনেকে ফেনীর বন্যা মোকাবেলায় একটি প্রকল্প পাস হয়েছে। যদিও এটির বাজেট চাহিদার তুলনায় অনেক কম, তবে এটি দুর্নীতিমুক্ত রাখা গেলে সম্ভব হবে। এ জন্য জেলার সব মত ও পথের মানুষদের সম্মিলিত ভূমিকা রাখতে হবে।

এম আব্দুল্লাহ বলেন, আমরা ফেনীবাসী রাজনৈতিক ও প্রতিবেশী আগ্রাসনের শিকার হয়েছি। বর্তমানে যে সরকারটি রয়েছে এটি জনগণের সরকার। 

সম্প্রতি ফেনীর বন্যা নিরাপত্তায় ৭ হাজার কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হচ্ছে। এই প্রকল্পটি যেনো কোনোভাবে লুটপাটের কবলে না পড়ে সেদিকে ফেনীর বিশিষ্টজনদের নজর দেওয়ারও আহ্বান জানান তিনি।

সাংবাদিক ফারাবী হাফিজ ২৪ সালের বন্যায় নিজ হাতে তিনটি বেওয়ারিশ লাশ দাফন ও টানা কয়েকদিন নাওয়া-খাওয়া ভুলে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ফেনীবাসীর জন্য কাজ করার স্মৃতি তুলে ধরেন। এ সময় পুরো মিলনায়তন আবেগাপ্লুত হয়ে পড়ে।

দিদারুল আলম মজুমদার বলেন, ফেনীর বন্যা জাতীয় সমস্যা, এই সমস্যা সামাধানে রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রয়োজন। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হ্যান্ডবল মাঠে মায়েদের অন্য রকম অনুপ্রেরণা
চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেফতার
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১,৭৪৮
মুন্সীগঞ্জে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচনী প্রচারে বিজেপি
হবিগঞ্জে হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন
নওগাঁয় উদ্ধারকৃত ৬টি বালি হাঁস অবমুক্ত
এ্যাশেজ টেস্টের প্রথম ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দল ঘোষণা
বাংলাদেশ-মেক্সিকোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতায় জোর দিলেন রাষ্ট্রদূত
ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ
১০