ঢাকা, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : সামাজিক সচেতনতা বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে আগামীকাল শনিবার সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেুম মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮১তম গণশুনানি অনুষ্ঠিত হবে।
গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুদকের মহাপরিচালক (তদন্ত-১) মো. রেজাউল কবির এবং মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
গণশুনানিতে সরকারি অফিসে সেবা পেতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত সাধারণ জনগণ সরাসরি অভিযোগ উপস্থাপন করতে পারবেন। জেলা পর্যায়ের সকল সরকারি দপ্তরের প্রধানদের উপস্থিতিতে উত্থাপিত অভিযোগ নিয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সরকারি সেবা নিশ্চিত করার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও নৈতিক মূল্যবোধ বৃদ্ধি করার লক্ষ্য নিয়েই এ গণশুনানি আয়োজন করা হচ্ছে।