সিরাজগঞ্জে দুদকের গণশুনানি আগামীকাল  

বাসস
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৯:২১

সিরাজগঞ্জ, ২৩ আগস্ট ২০২৫ (বাসস): সিরাজগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮১তম গণশুনানি অনুষ্ঠিত হবে আগামীকাল। 

সামাজিক সচেতনতা বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধে রোববার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ গণশুনানি হবে। 

দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়েছে।  

এতে বলা হয়, সিরাজগঞ্জের গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। এছাড়া কমিশনের মহাপরিচালক (তদন্ত-১) মো. রেজাউল কবির এবং মহাপরিচালক (প্রতিরোধ) মো: আক্তার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত জনসাধারণ তাদের অভিযোগসমূহ জেলার সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরবেন। তাদের অভিযোগের বিষয়ে দুদক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করবে।  

গণশুনানিতে জনসাধারণের সমাগমে সিরাজগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, বুথ স্থাপন করে অভিযোগ সংগ্রহ, অভিযোগ বাক্স স্থাপনসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক প্রচার চালিয়েছে দুদক।  

গণশুনানি সফল করতে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার সিরাজগঞ্জ জেলার সব নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন দুদক উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০