সিরাজগঞ্জে দুদকের গণশুনানি আগামীকাল  

বাসস
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৯:২১

সিরাজগঞ্জ, ২৩ আগস্ট ২০২৫ (বাসস): সিরাজগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮১তম গণশুনানি অনুষ্ঠিত হবে আগামীকাল। 

সামাজিক সচেতনতা বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধে রোববার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ গণশুনানি হবে। 

দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়েছে।  

এতে বলা হয়, সিরাজগঞ্জের গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। এছাড়া কমিশনের মহাপরিচালক (তদন্ত-১) মো. রেজাউল কবির এবং মহাপরিচালক (প্রতিরোধ) মো: আক্তার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত জনসাধারণ তাদের অভিযোগসমূহ জেলার সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরবেন। তাদের অভিযোগের বিষয়ে দুদক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করবে।  

গণশুনানিতে জনসাধারণের সমাগমে সিরাজগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, বুথ স্থাপন করে অভিযোগ সংগ্রহ, অভিযোগ বাক্স স্থাপনসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক প্রচার চালিয়েছে দুদক।  

গণশুনানি সফল করতে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার সিরাজগঞ্জ জেলার সব নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন দুদক উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হ্যান্ডবল মাঠে মায়েদের অন্য রকম অনুপ্রেরণা
চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেফতার
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১,৭৪৮
মুন্সীগঞ্জে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচনী প্রচারে বিজেপি
হবিগঞ্জে হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন
নওগাঁয় উদ্ধারকৃত ৬টি বালি হাঁস অবমুক্ত
এ্যাশেজ টেস্টের প্রথম ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দল ঘোষণা
বাংলাদেশ-মেক্সিকোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতায় জোর দিলেন রাষ্ট্রদূত
ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ
১০