মাদারীপুরে ৪ মাদক কারবারি আটক

বাসস
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৯:২৭

মাদারীপুর, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : মাদারীপুরের রাজৈরে পৃথক অভিযান চালিয়ে ৪ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার দুপুর থেকে শনিবার সকাল পর্যন্ত উপজেলার পাইকপাড়া ইউনিয়ন ও রাজৈর পৌরসভার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আজ শনিবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

তারা হলেন, রাজৈর পৌরসভার আমবাগ গ্রামের সিরাজ শেখের ছেলে আরিফ শেখ (২৪), পাইকপাড়া ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের জবেদ আলী শেখের ছেলে আব্দুর রহিম শেখ (৩৫), দিগুলিয়া গ্রামের কালাম মুন্সীর ছেলে কামাল মুন্সী (৪৮) ও মাঝকান্দি কাশিমপুর গ্রামের মৃত হানিফ শেখের ছেলে মোহাম্মদ শাহিন শেখ (৩৯)। রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালায় রাজৈর থানার পুলিশ। পরে থানার পাশে আমবাগ থেকে গাঁজাসহ আরিফকে, বাসুদেবপুর গ্রাম থেকে ইয়াবাসহ আব্দুর রহিমকে আটক করা হয়। এছাড়া কাশিমপুর থেকে কামাল ও শাহিনকে আটক করা হয়। এ সময় তাদের দুজনের কাছ থেকে ইয়াবা জব্দ করা হয়। 

অভিযান পরিচালনা করেন, রাজৈর থানার উপপরিদর্শক নজরুল ইসলাম, ফরিদুজ্জামান, রিপন আলী, মোস্তফা ও কামরুজ্জামান।

ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ওই চারজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।  


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এলডিসি গ্র্যাজুয়েশন থেকে পিছিয়ে আসার কোনো উপায় নেই: আনিসুজ্জামান
নওগাঁয় চেম্বার অফ কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সাধারণ সভা
দক্ষতা প্রশিক্ষণ ও ঋণ সহায়তায় উদ্যোক্তা হয়ে উঠছেন রাজশাহীর যুবকরা
পিরোজপুরে ঝুঁকিপূর্ণ পুলিশ ব্যারাকের সংস্কার কাজ শুরু
অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষায় একটি মাইলফলক স্থাপন করে যেতে চায় : আইন উপদেষ্টা 
ভোলায় নৌবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক
বাংলাদেশ বেতারের মহাপরিচালকের রাঙ্গামাটি কেন্দ্র পরিদর্শন
এনসিএল টি-টোয়েন্টি শুরু কাল
সন্ত্রাসবাদ দমনে ফ্রান্স ও যুক্তরাজ্য প্রতিনিধিদলের সাথে এটিইউ প্রধানের সাক্ষাৎ
স্যানিটেশন ও বিশুদ্ধ পানি সরবরাহে উত্তরাঞ্চলে চরবাসীর জীবনে স্বস্তি
১০