মাদারীপুরে ৪ মাদক কারবারি আটক

বাসস
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৯:২৭

মাদারীপুর, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : মাদারীপুরের রাজৈরে পৃথক অভিযান চালিয়ে ৪ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার দুপুর থেকে শনিবার সকাল পর্যন্ত উপজেলার পাইকপাড়া ইউনিয়ন ও রাজৈর পৌরসভার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আজ শনিবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

তারা হলেন, রাজৈর পৌরসভার আমবাগ গ্রামের সিরাজ শেখের ছেলে আরিফ শেখ (২৪), পাইকপাড়া ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের জবেদ আলী শেখের ছেলে আব্দুর রহিম শেখ (৩৫), দিগুলিয়া গ্রামের কালাম মুন্সীর ছেলে কামাল মুন্সী (৪৮) ও মাঝকান্দি কাশিমপুর গ্রামের মৃত হানিফ শেখের ছেলে মোহাম্মদ শাহিন শেখ (৩৯)। রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালায় রাজৈর থানার পুলিশ। পরে থানার পাশে আমবাগ থেকে গাঁজাসহ আরিফকে, বাসুদেবপুর গ্রাম থেকে ইয়াবাসহ আব্দুর রহিমকে আটক করা হয়। এছাড়া কাশিমপুর থেকে কামাল ও শাহিনকে আটক করা হয়। এ সময় তাদের দুজনের কাছ থেকে ইয়াবা জব্দ করা হয়। 

অভিযান পরিচালনা করেন, রাজৈর থানার উপপরিদর্শক নজরুল ইসলাম, ফরিদুজ্জামান, রিপন আলী, মোস্তফা ও কামরুজ্জামান।

ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ওই চারজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।  


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হ্যান্ডবল মাঠে মায়েদের অন্য রকম অনুপ্রেরণা
চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেফতার
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১,৭৪৮
মুন্সীগঞ্জে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচনী প্রচারে বিজেপি
হবিগঞ্জে হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন
নওগাঁয় উদ্ধারকৃত ৬টি বালি হাঁস অবমুক্ত
এ্যাশেজ টেস্টের প্রথম ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দল ঘোষণা
বাংলাদেশ-মেক্সিকোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতায় জোর দিলেন রাষ্ট্রদূত
ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ
১০