সুনামগঞ্জে হাওরে নৌকা ডুবে নিখোঁজ ২  

বাসস
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৯:৫৫
প্রতীকী ছবি

সুনামগঞ্জ, ২৩ আগস্ট ২০২৫ (বাসস): জেলার ধর্মপাশা উপজেলায় আজ ইঞ্জিনচালিত নৌকা ডুবে একশিশু সহ দুইব্যক্তি নিখোঁজ হয়েছেন। 

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ধর্মপাশা উপজেলার ধারাম হাওরে এ ঘটনা ঘটে। শনিবার দুপুর ২টা পর্যন্ত তাদের খোঁজ মিলেনি।

নিখোঁজ ব্যক্তিরা হলেন- শামসুদ্দিন (৬০) ও শিশু নুসরাত (০৭)। নিখোঁজ শামসুদ্দিন ধর্মপাশা সদর ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে এবং শিশু নুসরাত কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার সকালে ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া থেকে জয়শ্রী ইউনিয়নের মহেশপুরে বিয়ের জন্য কনে দেখতে ইঞ্জিনচালিত নৌকায় করে ৭ জন রওনা দিয়েছিলেন। পথিমধ্যে নৌকাটি ধারাম হাওরে গেলে ঝড়ো বাতাসের কবলে পড়ে ডুবে যায়। এ সময় চালকসহ ৫ জনকে স্থানীয়রা উদ্ধার করলেও শামসুদ্দিন ও শিশু নুসরাত নিখোঁজ হয়। উদ্ধারকৃতদের মধ্যে দু’জনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ধর্মপাশা ফায়ার সার্ভিসের ইনচার্জ লিয়াকত আলী জানান, নিখোঁজ দু’জনকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দলের সদস্যরাও উদ্ধার কাজে অংশ নিবেন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক হাওরে নৌকা ডুবে দুইব্যক্তি নিখোঁজের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হ্যান্ডবল মাঠে মায়েদের অন্য রকম অনুপ্রেরণা
চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেফতার
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১,৭৪৮
মুন্সীগঞ্জে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচনী প্রচারে বিজেপি
হবিগঞ্জে হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন
নওগাঁয় উদ্ধারকৃত ৬টি বালি হাঁস অবমুক্ত
এ্যাশেজ টেস্টের প্রথম ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দল ঘোষণা
বাংলাদেশ-মেক্সিকোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতায় জোর দিলেন রাষ্ট্রদূত
ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ
১০