সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 

বাসস
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৯:৫৮
ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ। ছবি : বাসস 

সাতক্ষীরা, ২৩ আগস্ট ২০২৫ (বাসস):  জেলায় আজ সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে মাদক-সহ ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ শনিবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, গাজীপুর, কালিয়ানী, কাকডাঙ্গা, তলুইগাছা, সুলতানপুর, মাদরা ও বৈকারী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার বোয়ালিয়া পাকা রাস্তা নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় মদ, গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার শ্রীডাঙ্গা নামক স্থান হতে ভারতীয় ওষুধ, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার বটতলা নামক স্থান হতে ভারতীয় ওষুধ, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদও উপজেলার ভাদিয়ালী ও গেড়াখালী নামক স্থান হতে ভারতীয় ওষুধ ও আগরবাতি, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সদর উপজেলার চেীরঙ্গী মোড় ও মজুমদার খাল নামক স্থান হতে ভারতীয় ওষুধ ও শাড়ি, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার তালসারি নামক স্থান হতে ভারতীয় ওষুধ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী নামক স্থান হতে ভারতীয় ওষুধ এবং বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার নতুনপাড়া নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক পাঁচলাখ ৯৫ হাজার টাকা। 

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এলডিসি গ্র্যাজুয়েশন থেকে পিছিয়ে আসার কোনো উপায় নেই: আনিসুজ্জামান
নওগাঁয় চেম্বার অফ কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সাধারণ সভা
দক্ষতা প্রশিক্ষণ ও ঋণ সহায়তায় উদ্যোক্তা হয়ে উঠছেন রাজশাহীর যুবকরা
পিরোজপুরে ঝুঁকিপূর্ণ পুলিশ ব্যারাকের সংস্কার কাজ শুরু
অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষায় একটি মাইলফলক স্থাপন করে যেতে চায় : আইন উপদেষ্টা 
ভোলায় নৌবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক
বাংলাদেশ বেতারের মহাপরিচালকের রাঙ্গামাটি কেন্দ্র পরিদর্শন
এনসিএল টি-টোয়েন্টি শুরু কাল
সন্ত্রাসবাদ দমনে ফ্রান্স ও যুক্তরাজ্য প্রতিনিধিদলের সাথে এটিইউ প্রধানের সাক্ষাৎ
স্যানিটেশন ও বিশুদ্ধ পানি সরবরাহে উত্তরাঞ্চলে চরবাসীর জীবনে স্বস্তি
১০