পঞ্চগড়ে তরুণ নেতৃত্বে করণীয় শীর্ষক সম্মেলন

বাসস
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ২০:০৭
দিনব্যাপী পঞ্চগড়ে তরুণ নেতৃত্বে করণীয় শীর্ষক সম্মেলন। ছবি : বাসস

পঞ্চগড়, ২৩ আগস্ট ২০২৫ (বাসস): পঞ্চগড়ে তরুণদের নেতৃত্বে সমাজে ইতিবাচক পরিবর্তনে ও দেশের উজ্বল ভবিষ্যতে যুবসমাজের করণীয় শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক সংগঠন ধ্রুবতারা।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি পাঁচ উপজেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৩ শতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে সকাল ৯টায় রেজিস্ট্রেশনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে তরুণদের মধ্যে সামাজিক সচেতনতা, দ্বায়িত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে ৫টি গুরুত্বপূর্ণ সেশনের আয়োজন করা হয়। 

প্রতিটি সেশনেই উঠে আসে তরুণদের নেতৃত্বে পরিবর্তনের বাস্তবসম্মত ভাবনা, উদ্যোগ, আগামীর করণীয়। তরুণদের নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দের ভাবনা ও যুবসমাজের সৃজনশীলতা বিকাশে প্রশ্নোত্তর পর্বেরও আয়োজন করা হয়।

এ সময় তরুণদের নানা প্রশ্নের উত্তর দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখার সভাপতি হাফেজ মীর মোর্শেদ তুহিন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির বোদা উপজেলার আহ্বায়ক শিশির আসাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক 
রংপুরকে হারিয়ে দ্বিতীয় জয় রাজশাহীর
সাদমানের প্রথম সেঞ্চুরিতে ঢাকা মেট্রোর বড় জয়
টি-টোয়েন্টিতে ডট বল দেওয়ার বিশ্ব রেকর্ড মুস্তাফিজের
১০