ফেনী, ২৩ আগস্ট ২০২৫ (বাসস): ফেনীতে শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলার কৃতী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়।
আজ শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশন ভৌত অবকাঠামো বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) কবির আহম্মদ।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এবং এইচএসসি, অনার্স, মাস্টার্স ও মেডিকেলে অধ্যায়নরত ৮৩ জন কৃতী শিক্ষার্থীর মধ্যে সাত লাখ ৪১ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়।
জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে সহকারী কমিশনার ফাহমিদা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন ড. রুবাইয়েত বিন করিম ও ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খন্দকার।
প্রধান অতিথির বক্তব্যে কবির আহম্মদ বলেন, আমাদের বড় সমস্যা হলো আমরা সবসময় সীমাবদ্ধতার কথা বলি। কিন্তু আমি মনে করি, আমাদের যতটুকু আছে ততটুকু দিয়েই অনেক কিছু বদলানো সম্ভব, ভালো করা সম্ভব।
সভায় বক্তব্য দেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফী উল্লাহ, সিনিয়র সাংবাদিক আবু তাহের, ছাগলনাইয়া মৌলভী শামসুল করিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল বাশার, শাহীন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ভোকেশনাল সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন মোল্লা, মুন্সিরহাট ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ঈসমাইল, খাদিজাতুল কুবরা ইসলামীয়া দাখিল মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ হানিফ, পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান ও ফেনী জেলা শিক্ষক সমিতির সভাপতি এটিএম শামসুল হক চৌধুরী।
অনুষ্ঠানে ফেনীর শিক্ষা ব্যবস্থার অবস্থা ও কাঠামোগত অবস্থান তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ফাতিমা সুলতানা।
স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মোহাম্মদ বাতেন। এ সময় অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য দেন আজগর হোসেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন কামরুন নাহার ও সুমাইয়া আফরিন।
জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের যে অবকাঠামোগত সমস্যা আছে, সেগুলো আমাদের নজরে আনতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এ কাজটা করতে হবে। তাহলে আমরা সহজে সমাধান করতে পারবো। সরকারি অবকাঠামো তৈরি হয় কিন্তু ম্যানেজমেন্টের অভাবে তা নষ্ট হয়ে যায়। প্রধান শিক্ষকদের এগুলো ভালোভাবে ম্যানেজমেন্ট করতে হবে।