নড়াইলে শিশু অপহরণের অভিযোগে আটক ৪

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৭:৪৭
রোববার দুপুরে লোহাগড়া থানার হল রুমে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

নড়াইল, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : নড়াইলের লোহাগড়ায় আট বছরের এক শিশুকে অপহরণের পর মুক্তিপণ দাবি করার ঘটনায় নারীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। এ সময় অপহৃত শিশুকেও উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের উত্তর পাড়ার শহীদ শেখের ছেলে দোকানদার উজ্জ্বল শেখ (৩৬), বাবুল লস্করের স্ত্রী রোজিনা বেগম (৩৫), তার ছেলে সাকিব লস্কর (১৭), পাশের গ্রামের যোগিয়া গ্রামের হানিফ শেখের ছেলে ভ্যানচালক জান্নাতুল (১৮)।

অপহরণের শিকার আব্দুল্লাহ মেজবাহ একই গ্রামের সৌদি প্রবাসী সালাউদ্দিন মৃধার ছেলে। 

আজ রোববার দুপুরে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম থানার হল রুমে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

ওসি জানান, আব্দুল্লাহ মেজবাহ শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে উজ্জ্বল শেখের দোকানে যায়। এ সময় উজ্জ্বল শেখ তাকে ঘুমের ট্যাবলেট খাইয়ে অচেতন করে। এরপর অপহরণকারীরা রাতেই ওই শিশুকে নিয়ে শহরের রামপুর এলাকার একটি পিকনিক স্পটের কক্ষে লুকিয়ে রাখে। 

একইসঙ্গে উজ্জ্বল শেখ ভুক্তভোগীর পরিবারের সদস্যদের ভুল বুঝিয়ে থানায় অপহরণের অভিযোগ দায়ের পরামর্শ দেয়। কিন্তু উজ্জ্বল শেখের কথাবার্তা অসংলগ্ন মনে হলে পুলিশের সন্দেহ হয়। 

পরে তাকে নিয়ে আজ ভোরে ওই পিকনিক স্পট থেকে অক্ষত অবস্থায় শিশু আব্দুল্লাহ মেজবাহকে উদ্ধার করা হয়। একউসঙ্গে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই চারজনকে আটক করা হয়।

ওসি শরিফুল বলেন, এ ঘটনায় থানায় অপহরণ মামলা করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশব্যাপী পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত
কনটেইনার অপসারণে সেপ্টেম্বরে তিনটি নিলামের ঘোষণা চট্টগ্রাম কাস্টম হাউজের
দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের ওপর জোর ফিলিপাইনের রাষ্ট্রদূতের
নওগাঁয় ১৩০ বছর বয়সী তফের আলির পাশে তারেক রহমান
বিএনপি, জামায়াত ও এনসিপি’র সাথে প্রধান উপদেষ্টার বৈঠক 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষে  ৬০ জন আহত: সব পরীক্ষা স্থগিত
আগামীকাল কুয়েট দিবস, নানা কর্মসূচি গ্রহণ
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড মুস্তাফিজুরের
বঙ্গোপসাগরে ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য : তারেক রহমান
১০