খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর

বাসস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ২১:২১

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : টানা দ্বিতীয়বারের মত এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল রংপুর বিভাগ। আজ দ্বিতীয় আসরের ফাইনালে রংপুর বিভাগ ৮ উইকেটে হারিয়েছে খুলনা বিভাগকে। গত বছর এনসিএল টি-টোয়েন্টির প্রথম আসরে ঢাকা মেট্রোকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল রংপুর। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে খুলনা বিভাগকে প্রথমে ব্যাট করার আমন্ত্রন জানায় রংপুর। ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় বলে উইকেট হারায় খুলনা। খালি হাতে সাজঘরে ফিরেন ওপেনার ইমরানুজ্জামান। 

সপ্তম ওভারে জোড়া উইকেট হারায় খুলনা। রান আউট হবার আগে ১৫ বলে ১২ রান করেন তিন নম্বরে নামা এনামুল হক বিজয়। একই ওভারে আউট হন আরেক ওপেনার সৌম্য সরকার। ২২ বল খেলে ৮ রান করেন তিনি। 

২১ রানে ৩ উইকেট পতনের পর জুটি গড়ার চেষ্টা করেন অধিনায়ক মোহাম্মদ মিথুন। চতুর্থ উইকেটে আফিফ হোসেনকে নিয়ে ২৩ রান এবং পঞ্চম উইকেটে শেখ পারভেজ জীবনের সাথে ২৫ রান দলকে এনে দেন মিথুন। আফিফ ১৪ ও জীবন ৮ রান করেন।

৬৯ রানের মধ্যে আফিফ-জীবনের বিদায়ের পর খুলনার রান ১শ পার করেন মিথুন ও মৃত্যুঞ্জয় চৌধুরি। দলীয় ১১৩ রানে এই জুটি ভাঙেন পেসার আলাউদ্দিন বাবু। ১৩ বলে ২টি করে চার-ছক্কায় ২৪ রান করেন মৃত্যুঞ্জয়। 

হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৪৪ রানে আউট হন মিথুন। তার ৩২ বলের ইনিংসে ১টি চার ও ৩টি ছক্কা ছিল। শেষ দিকে জিয়াউর রহমানের ৯ ও নাহিদুল ইসলামের ১১ রানের কল্যাণে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রানের সংগ্রহ পায় খুলনা। 

রংপুরের আব্দুল্লাহ আল মামুন ২টি উইকেট নেন।

রান তাড়া করতে নেমে দারুণ সূচনা করে রংপুর। উদ্বোধনী জুটিতে ৭ ওভারে ৬১ রান জমা করেন দুই ওপেনার জাহিদ জাভেদ ও নাসির হোসেন। ৫টি চারে ২৪ বলে ২৭ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন জাহিদ।

হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৪৬ রানে থামেন নাসির। তার ৩১ বলের ইনিংসে ৫টি চার ও ১টি ছক্কা ছিল। 

দলীয় ৮৪ রানে নাসির যখন ফিরেন তখন জয়ের জন্য ৫২ বলে ৫৩ রান দরকার ছিল রংপুরের। তৃতীয় উইকেটে ৩৪ বলে অবিচ্ছিন্ন ৫৪ রান তুলে ১৮ বল হাতে রেখে রংপুরের জয় নিশ্চিত করেন আবু হাসিম ও নাইম ইসলাম। ৫টি চারে হাসিম ৩২ বলে ৪০ এবং ৩ বাউন্ডারিতে ১৫ বলে ১৯ রানে অপরাজিত থাকেন নাইম। 

ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন রংপুরের নাসির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
১০