নেত্রকোণায় জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ২০:১৬ আপডেট: : ১২ অক্টোবর ২০২৫, ২০:৫১

ঢাকা, ১২ অক্টোবর ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর সুপার ৩২ পর্বের  খেলা নেত্রকোণায় অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার বিকেলে জেলা  শহরের নেত্রকোণা আধুনিক স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় নেত্রকোণা ও জামালপুর জেলা দল।

খেলা শুরুর ১৬ মিনিটে নেত্রকোণার পক্ষে প্রথম গোল করেন বিজয়। দ্বিতীয়ার্ধে ৮৬ মিনিটে কামরুলের গোলের সুবাদে ২-০ গোলের জয় নিশ্চিত হয় নেত্রকোণার। এর  আগে নিজেদের মাঠে হোম ম্যাচে জামালপুর ২-০ গোলে এগিয়ে ছিল। ফিরতি লীগে দুই দলই সমান ব্যবধানে জেতায় ফলাফল নির্ধারনে টাইব্রেকারের প্রয়োজন হয়। 

টাইব্রেকারে ৪-২ গোলে জামালপুরকে পরাজিত করে জয় ছিনিয়ে নেয় নেত্রকোণা। খেলায় অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন নেত্রকোণার গোলকিপার আসিফ। এই জয়ের মাধ্যমে নেত্রকোণা জেলা দল জায়গা করে নিয়েছে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের সুপার-১৬ পর্বে।

খেলা শেষে বিজয়ী দলের হাতে দশ হাজার টাকার প্রাইজ মানি তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রাফিকুজ্জামান। এসময় জেলা ক্রীড়া কর্মকর্তা সেতু আক্তারসহ জেলা ক্রীড়া অফিসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
জনগণের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: ডিএনসিসি প্রশাসক
গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন প্রধান উপদেষ্টাকেই করতে হবে: হাসনাত আব্দুল্লাহ
দেশের সর্বশ্রেষ্ঠ শক্তি তরুণ প্রজন্ম: বাসস চেয়ারম্যান
রাজনৈতিক অঙ্গনে চিন্তাধারার পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য : মজিবুর রহমান মঞ্জু
আলজেরিয়ার জাতীয় দিবসে ইসলামী আন্দোলন বাংলাদেশের শুভেচ্ছা
বইমেলা নিয়ে বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে পুস্তক প্রকাশনী সংস্থার বৈঠক
রাজধানীতে নিষিদ্ধ পলিথিন বিক্রি করায় জরিমানা: ২ হাজার ৮৭০ কেজি পলিথিন জব্দ
অর্থপাচার প্রতিরোধে সক্ষমতা জোরদারে বিএসইসি ও সিএসই’র কর্মশালা
টেকসই কৃষি উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: কৃষি সচিব
১০