নেত্রকোণায় জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ২০:১৬ আপডেট: : ১২ অক্টোবর ২০২৫, ২০:৫১

ঢাকা, ১২ অক্টোবর ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর সুপার ৩২ পর্বের  খেলা নেত্রকোণায় অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার বিকেলে জেলা  শহরের নেত্রকোণা আধুনিক স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় নেত্রকোণা ও জামালপুর জেলা দল।

খেলা শুরুর ১৬ মিনিটে নেত্রকোণার পক্ষে প্রথম গোল করেন বিজয়। দ্বিতীয়ার্ধে ৮৬ মিনিটে কামরুলের গোলের সুবাদে ২-০ গোলের জয় নিশ্চিত হয় নেত্রকোণার। এর  আগে নিজেদের মাঠে হোম ম্যাচে জামালপুর ২-০ গোলে এগিয়ে ছিল। ফিরতি লীগে দুই দলই সমান ব্যবধানে জেতায় ফলাফল নির্ধারনে টাইব্রেকারের প্রয়োজন হয়। 

টাইব্রেকারে ৪-২ গোলে জামালপুরকে পরাজিত করে জয় ছিনিয়ে নেয় নেত্রকোণা। খেলায় অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন নেত্রকোণার গোলকিপার আসিফ। এই জয়ের মাধ্যমে নেত্রকোণা জেলা দল জায়গা করে নিয়েছে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের সুপার-১৬ পর্বে।

খেলা শেষে বিজয়ী দলের হাতে দশ হাজার টাকার প্রাইজ মানি তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রাফিকুজ্জামান। এসময় জেলা ক্রীড়া কর্মকর্তা সেতু আক্তারসহ জেলা ক্রীড়া অফিসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
১০