রাউজানে অস্ত্রসহ সন্ত্রাসী মিন্টু গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৮:০৪
ছবি : বাসস

চট্টগ্রাম উত্তর (রাউজান), ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের রাউজানে অস্ত্রসহ রাজু প্রকাশ মিন্টু (২৫) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ দুপুরে রাউজান থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানান রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন।

তিনি জানান, শনিবার রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পলোয়ান পাড়া থেকে মিন্টুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিন্টু এলাকার আলী আকবর শাহরাজের ছেলে। বিকেলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সন্ত্রাসী মিন্টুকে গ্রেপ্তার করে। 

এ সময় তার বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের তৈরি ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। জব্দকৃত অস্ত্রের লাইসেন্স তিনি দেখাতে পারেননি।

পুলিশের অভিযোগ, গ্রেপ্তার মিন্টু এসব অস্ত্র দিয়ে নোয়াপাড়া এলাকায় চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন অপরাধ সংঘটিত করে আসছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, গ্রেপ্তার মিন্টুর বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণসহ আরও ৪টি মামলা রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
কুমিল্লায় সড়ক ক্ষতিগ্রস্ত করায় ট্রাক মালিককে জরিমানা
সেপ্টেম্বরে বিজিবির অভিযানে ১৭১.৬ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ
আন্ত:বাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু
মধ্যপ্রাচ্যের মতো ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকে জেলেনস্কির আহ্বান
ন্যাম বৈঠকে যোগ দিতে কাম্পালার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র উপদেষ্টা
১০