রাঙ্গুনিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ 

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৮:৪৬
ছবি: বাসস

চট্টগ্রাম, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।

আজ রোববার চট্টগ্রামের রাঙ্গুনিয়ার জিয়ানগরে গিয়ে দলটির নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে মোনাজাতে অংশ নেন। 
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ্ব শামসুল আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মুবিনসহ মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে বিএনপি নেতারা বলেন, গত ১৭ বছরে মামলা, হামলা, গুম ও খুনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার শত চেষ্টা করেও শহীদ জিয়ার গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দমাতে সক্ষম হয়নি। বিএনপি এ দেশের জনগণের হৃদয়ে প্রোথিত একটি সংগঠন।

নেতৃবৃন্দ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা। তাঁর দেখানো পথেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠালগ্ন থেকে জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষার আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছে। 

তারা আরও বলেন, গত ৪৭ বছরে এই দলকে ধ্বংস করার জন্য অসংখ্য মামলা, হামলা, গুম ও খুন করা হয়েছে। অথচ কোনো ষড়যন্ত্রই বিএনপিকে দুর্বল করতে পারেনি। বরং প্রতিটি দমন-পীড়ন আমাদেরকে আরও ঐক্যবদ্ধ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চারদিনের সফরে সেনাপ্রধান মালয়েশিয়া
গ্যাটউইক বিমানবন্দরে নতুন রানওয়ে নির্মাণের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য 
লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্র নিহত
আমি আমার দেশকে আর চিনতে পারি না: অ্যাঞ্জেলিনা জোলি
লক্ষ্মীপুরে প্রতারক চক্রের ৪ সদস্য আটক
ট্রাইব্যুনালে কামাল আহমেদ মজুমদারের জামিন আবেদন খারিজ
দক্ষিণ সুদানের সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচার আদালতে হাজির হয়েছেন
ঝিনাইদহে সেলাই মেশিন ও কৃষি উপকরণ বিতরণ
সাম্প্রদায়িক সম্প্রীতি সুসংহতকরণে আলেমদের মতবিনিময় সভা
ঝালকাঠিতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সভা
১০