কুমিল্লা মেডিকেল গেইট থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ, জরিমানা 

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৮:৪৭

কুমিল্লা, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস): কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেইটে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, সিএনজি ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। 

আজ রোববার দুপুরে পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

হাসপাতালের মূল গেইট থেকে প্রবেশপথ পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাত দখল করে বসানো দোকানের মালামাল সরিয়ে দেওয়া হয়, দোকানগুলোর ছাউনি ভেঙে ফেলা হয় এবং দীর্ঘদিন ধরে দখল করে থাকা সিএনজি ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ডও উচ্ছেদ করা হয়। এছাড়া ফুটপাত আটকে রাখা একটি অ্যাম্বুলেন্সও ভেঙে ফেলা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা। 

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজ। অভিযান চলাকালে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়, সামনে যেন আর কোনো দোকান বা যানবাহনের স্ট্যান্ড বসতে না পারে সে জন্য গেইট সংলগ্ন ফুটপাতে ব্যারিকেড দেওয়ার ব্যবস্থা করতে।

ইউএনও ফাতেমা তুজ জোহরা বলেন, “দীর্ঘদিন ধরে হাসপাতালে আগত রোগী ও স্বজনরা ফুটপাত দখল এবং যানজটের কারণে ভোগান্তিতে ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে আজকের এ অভিযান পরিচালনা করা হয়েছে। রোগীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে অবৈধ দোকানপাট ও স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে। নিয়মিত অভিযান চলবে।”

সহকারী কমিশনার (ভূমি) জানান, অবৈধভাবে স্থাপনা নির্মাণ ও ফুটপাত দখল করে রাখায় দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে দীর্ঘদিন পর হাসপাতাল এলাকায় দখলদারিত্বের অবসান ঘটায় রোগী ও তাদের স্বজনরা স্বস্তি প্রকাশ করেছেন। স্থানীয়রা মনে করছেন, নিয়মিত তদারকি অব্যাহত থাকলে এ এলাকায় আর নতুন করে অবৈধ দোকানপাট বা স্ট্যান্ড গড়ে উঠবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হবিগঞ্জে ৬৫৯ টি মণ্ডপে চলছে শেষ মূহুর্তের সাজসজ্জা
মেহেরপুরে রাজহাঁস পালন জনপ্রিয় হয়ে উঠছে
চারদিনের সফরে সেনাপ্রধান মালয়েশিয়া
গ্যাটউইক বিমানবন্দরে নতুন রানওয়ে নির্মাণের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য 
লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্র নিহত
আমি আমার দেশকে আর চিনতে পারি না: অ্যাঞ্জেলিনা জোলি
লক্ষ্মীপুরে প্রতারক চক্রের ৪ সদস্য আটক
ট্রাইব্যুনালে কামাল আহমেদ মজুমদারের জামিন আবেদন খারিজ
দক্ষিণ সুদানের সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচার আদালতে হাজির হয়েছেন
ঝিনাইদহে সেলাই মেশিন ও কৃষি উপকরণ বিতরণ
১০