কুমিল্লায় মা-মেয়ে হত্যার অভিযোগে ছেলে ও পুত্রবধূ আটক

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৯:০৬
ছবি: বাসস

কুমিল্লা, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : কুমিল্লা সদর দক্ষিণে এক নারী ও তার মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ছেলে ও পুত্রবধূকে আটক করেছে পুলিশ।

আজ রোববার বিকেলে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। 

কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ইপিজেড ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, রামনগর গ্রামে মৃত আবু তাহের স্ত্রী লুৎফা বেগম (৭০) ও মেয়ে আয়েশা আক্তার শিল্পী (৩৮)। আটকরা হলেন, লুৎফা বেগমের ছেলে শাহিন আলম ও তার স্ত্রী লাকি আক্তার।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, লুৎফা বেগম ও তার মেয়ে আয়েশা অভিযুক্ত শাহিনের সঙ্গে একই ঘরে থাকতেন। মা-ছেলের মধ্যে দীর্ঘ দিন ধরে পারিবারিক কলহের জেরে মতবিরোধ চলছিল। শাহিন তার মা ও বোনকে একাধিক বার মারধর করেছেন। তারা বিষয়টি স্থানীয়দের জানালেও শাহিনের স্ত্রী লাকির ভয়ে কেউ এগিয়ে আসেনি।

ইপিজেড ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ৯৯৯-এ খবর পেয়ে বিকেল পৌনে ৪ টায় ঘটনাস্থলে পৌঁছি। ঘটনায় সন্দেহজনকভাবে নিহতের ছেলে ও পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। 

তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত এ ঘটনায় আগাম কিছুই বলা যাচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
কুমিল্লায় সড়ক ক্ষতিগ্রস্ত করায় ট্রাক মালিককে জরিমানা
সেপ্টেম্বরে বিজিবির অভিযানে ১৭১.৬ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ
আন্ত:বাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু
মধ্যপ্রাচ্যের মতো ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকে জেলেনস্কির আহ্বান
ন্যাম বৈঠকে যোগ দিতে কাম্পালার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র উপদেষ্টা
১০