কুমিল্লায় মা-মেয়ে হত্যার অভিযোগে ছেলে ও পুত্রবধূ আটক

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৯:০৬
ছবি: বাসস

কুমিল্লা, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : কুমিল্লা সদর দক্ষিণে এক নারী ও তার মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ছেলে ও পুত্রবধূকে আটক করেছে পুলিশ।

আজ রোববার বিকেলে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। 

কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ইপিজেড ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, রামনগর গ্রামে মৃত আবু তাহের স্ত্রী লুৎফা বেগম (৭০) ও মেয়ে আয়েশা আক্তার শিল্পী (৩৮)। আটকরা হলেন, লুৎফা বেগমের ছেলে শাহিন আলম ও তার স্ত্রী লাকি আক্তার।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, লুৎফা বেগম ও তার মেয়ে আয়েশা অভিযুক্ত শাহিনের সঙ্গে একই ঘরে থাকতেন। মা-ছেলের মধ্যে দীর্ঘ দিন ধরে পারিবারিক কলহের জেরে মতবিরোধ চলছিল। শাহিন তার মা ও বোনকে একাধিক বার মারধর করেছেন। তারা বিষয়টি স্থানীয়দের জানালেও শাহিনের স্ত্রী লাকির ভয়ে কেউ এগিয়ে আসেনি।

ইপিজেড ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ৯৯৯-এ খবর পেয়ে বিকেল পৌনে ৪ টায় ঘটনাস্থলে পৌঁছি। ঘটনায় সন্দেহজনকভাবে নিহতের ছেলে ও পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। 

তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত এ ঘটনায় আগাম কিছুই বলা যাচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেহেরপুরে রাজহাঁস পালন জনপ্রিয় হয়ে উঠছে
চারদিনের সফরে সেনাপ্রধান মালয়েশিয়া
গ্যাটউইক বিমানবন্দরে নতুন রানওয়ে নির্মাণের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য 
লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্র নিহত
আমি আমার দেশকে আর চিনতে পারি না: অ্যাঞ্জেলিনা জোলি
লক্ষ্মীপুরে প্রতারক চক্রের ৪ সদস্য আটক
ট্রাইব্যুনালে কামাল আহমেদ মজুমদারের জামিন আবেদন খারিজ
দক্ষিণ সুদানের সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচার আদালতে হাজির হয়েছেন
ঝিনাইদহে সেলাই মেশিন ও কৃষি উপকরণ বিতরণ
সাম্প্রদায়িক সম্প্রীতি সুসংহতকরণে আলেমদের মতবিনিময় সভা
১০