কুমিল্লায় মা-মেয়ে হত্যার অভিযোগে ছেলে ও পুত্রবধূ আটক

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৯:০৬
ছবি: বাসস

কুমিল্লা, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : কুমিল্লা সদর দক্ষিণে এক নারী ও তার মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ছেলে ও পুত্রবধূকে আটক করেছে পুলিশ।

আজ রোববার বিকেলে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। 

কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ইপিজেড ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, রামনগর গ্রামে মৃত আবু তাহের স্ত্রী লুৎফা বেগম (৭০) ও মেয়ে আয়েশা আক্তার শিল্পী (৩৮)। আটকরা হলেন, লুৎফা বেগমের ছেলে শাহিন আলম ও তার স্ত্রী লাকি আক্তার।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, লুৎফা বেগম ও তার মেয়ে আয়েশা অভিযুক্ত শাহিনের সঙ্গে একই ঘরে থাকতেন। মা-ছেলের মধ্যে দীর্ঘ দিন ধরে পারিবারিক কলহের জেরে মতবিরোধ চলছিল। শাহিন তার মা ও বোনকে একাধিক বার মারধর করেছেন। তারা বিষয়টি স্থানীয়দের জানালেও শাহিনের স্ত্রী লাকির ভয়ে কেউ এগিয়ে আসেনি।

ইপিজেড ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ৯৯৯-এ খবর পেয়ে বিকেল পৌনে ৪ টায় ঘটনাস্থলে পৌঁছি। ঘটনায় সন্দেহজনকভাবে নিহতের ছেলে ও পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। 

তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত এ ঘটনায় আগাম কিছুই বলা যাচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনে জরিমানা আদায়
আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ
উত্তরায় ‘জুলাই যোদ্ধা‘র মৃতদেহ উদ্ধার
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১৫০০ রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা
তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
১০