মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৯:০৫

চট্টগ্রাম (‎মিরসরাই), ৩১ আগস্ট, ২০২৫ (বাসস): চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় খায়ের উদ্দিন ডালিম (৩০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার মধ্যরাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাটের ধুমঘাট ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তিনি ছাগলনাইয়া উপজেলার নিজকুনজরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আলোক দিয়া গ্রামের রেয়ান উদ্দিন ভূঁইয়ার ছেলে।

তথ্য নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন।

জানা যায়, বারইয়ারহাট কাঁচাবাজার এলাকায় ডালিমের ইলেকট্রনিক পণ্যের দোকান রয়েছে। শনিবার রাতে প্রতিদিনের মতো তিনি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বারইয়ারহাটের ধুমঘাট ব্রিজ এলাকায় অজ্ঞাতনামা গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই বোরহান উদ্দিন বলেন, ডালিমের মরদেহ পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা গাড়ির বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেহেরপুরে রাজহাঁস পালন জনপ্রিয় হয়ে উঠছে
চারদিনের সফরে সেনাপ্রধান মালয়েশিয়া
গ্যাটউইক বিমানবন্দরে নতুন রানওয়ে নির্মাণের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য 
লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্র নিহত
আমি আমার দেশকে আর চিনতে পারি না: অ্যাঞ্জেলিনা জোলি
লক্ষ্মীপুরে প্রতারক চক্রের ৪ সদস্য আটক
ট্রাইব্যুনালে কামাল আহমেদ মজুমদারের জামিন আবেদন খারিজ
দক্ষিণ সুদানের সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচার আদালতে হাজির হয়েছেন
ঝিনাইদহে সেলাই মেশিন ও কৃষি উপকরণ বিতরণ
সাম্প্রদায়িক সম্প্রীতি সুসংহতকরণে আলেমদের মতবিনিময় সভা
১০