ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৯:৪৯
চীনা প্রতিনিধিদল আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সাথে তার আবাসিক কার্যালয়ে সাক্ষাৎ করেন। ছবি: বাসস

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস): চীনের শিক্ষা মন্ত্রণালয়ের ভাষা শিক্ষা ও সহযোগিতা কেন্দ্রের উপ-পরিচালক মিস ইউতিয়ানকি নেতৃত্বে ৪ সদস্যের একটি চীনা প্রতিনিধিদল আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

ঢাবি উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত সাক্ষাৎকালে চীনা প্রতিনিধি দলের অপর তিন  সদস্য হলেন ইয়িন ডংমিন, লি মিংহাং এবং লি ঝেকিউ।

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভাষা, সংস্কৃতি ও গবেষণা বিষয়ে চলমান যৌথ কার্যক্রম আরও জোরদার করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এছাড়া সাংস্কৃতিক দল বিনিময়, যৌথ ডিগ্রি প্রোগ্রাম, সক্ষমতা বৃদ্ধি প্রোগ্রাম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি চালুর সম্ভাবনা নিয়েও কথা হয়।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। প্রতি বছর বাংলাদেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য চীনে যাচ্ছেন। আমরা আশা করি, চীনের পক্ষ থেকে ঢাবি শিক্ষার্থীদের জন্য আরও বৃত্তি প্রদান করা হবে।’

ইউতিয়ানকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত চীনা ভাষার শিক্ষকদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ প্রদানের আগ্রহ প্রকাশ করেন এবং আগামী নভেম্বরে চীনে ভাষা ও সংস্কৃতি বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে উপাচার্যকে আমন্ত্রণ জানান।

প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি তাদের আগ্রহ আমাদের জন্য গর্বের বিষয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
কুমিল্লায় সড়ক ক্ষতিগ্রস্ত করায় ট্রাক মালিককে জরিমানা
সেপ্টেম্বরে বিজিবির অভিযানে ১৭১.৬ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ
আন্ত:বাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু
মধ্যপ্রাচ্যের মতো ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকে জেলেনস্কির আহ্বান
ন্যাম বৈঠকে যোগ দিতে কাম্পালার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র উপদেষ্টা
১০