ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৯:৪৯
চীনা প্রতিনিধিদল আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সাথে তার আবাসিক কার্যালয়ে সাক্ষাৎ করেন। ছবি: বাসস

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস): চীনের শিক্ষা মন্ত্রণালয়ের ভাষা শিক্ষা ও সহযোগিতা কেন্দ্রের উপ-পরিচালক মিস ইউতিয়ানকি নেতৃত্বে ৪ সদস্যের একটি চীনা প্রতিনিধিদল আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

ঢাবি উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত সাক্ষাৎকালে চীনা প্রতিনিধি দলের অপর তিন  সদস্য হলেন ইয়িন ডংমিন, লি মিংহাং এবং লি ঝেকিউ।

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভাষা, সংস্কৃতি ও গবেষণা বিষয়ে চলমান যৌথ কার্যক্রম আরও জোরদার করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এছাড়া সাংস্কৃতিক দল বিনিময়, যৌথ ডিগ্রি প্রোগ্রাম, সক্ষমতা বৃদ্ধি প্রোগ্রাম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি চালুর সম্ভাবনা নিয়েও কথা হয়।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। প্রতি বছর বাংলাদেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য চীনে যাচ্ছেন। আমরা আশা করি, চীনের পক্ষ থেকে ঢাবি শিক্ষার্থীদের জন্য আরও বৃত্তি প্রদান করা হবে।’

ইউতিয়ানকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত চীনা ভাষার শিক্ষকদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ প্রদানের আগ্রহ প্রকাশ করেন এবং আগামী নভেম্বরে চীনে ভাষা ও সংস্কৃতি বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে উপাচার্যকে আমন্ত্রণ জানান।

প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি তাদের আগ্রহ আমাদের জন্য গর্বের বিষয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
মঙ্গলবার চাঁদপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
চাল আত্মসাতের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে
বিটিআরসি, চরফ্যাশন ও নন্দীগ্রামে দুদকের পৃথক অভিযান
ফেব্রুয়ারিতে নির্বাচনে একমত জামায়াত
সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ
কর্মক্ষেত্রে মানবাধিকার রক্ষায় সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান
চবিতে হামলার ঘটনায় দোষীদের বিচার দাবি ঢাবি সাদা দলের
নির্বাচনই দেশ বাঁচানোর একমাত্র উপায় : মির্জা ফখরুল
বিচার বিভাগে সংস্কার কর্মসূচির প্রায় ৮০ শতাংশ বাস্তবায়ন হয়েছে : প্রধান বিচারপতি
১০