পাবনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ২০:০০

পাবনা, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার  ফরিদপুর উপজেলায় আজ পানিতে ডুবে জিয়ারুল ইসলাম (৮) ও জমিরন (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। 

আজ রোববার দুপুরে ফরিদপুর উপজেলার খাগরবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত শিশু জিয়ারুল ইসলাম জেলার ফরিদপুর উপজেলার খাগরবাড়ীয়া গ্রামের রজব মন্ডলের ছেলে এবং মৃত শিশু জমিরন একই গ্রামের মাকছেদুল মন্ডলের মেয়ে। 

মৃত দুই শিশু আপন চাচাতো ভাইবোন এবং দু’জনেই স্থানীয় খাগরবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশু জিয়ারুল ইসলাম ও জমিরন রোববার দুপুরে খেলছিল। একপর্যায়ে তারা পরিবারের সবার অজান্তে বাড়ির সামনের খালের উপর নির্মিত বাঁশের সাঁকোয় চলে যায়। সেখান থেকে দু’জনেই খালের পানিতে পড়ে তলিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও দুই শিশুকে না পয়ে খালের পানিতে খুঁজতে থাকেন। একপর্যায়ে খাল থেকে তাদের উদ্ধার করা হয়। গুরুতর অবস্থায় দুই শিশুকে ফরিদপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
মঙ্গলবার চাঁদপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
চাল আত্মসাতের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে
বিটিআরসি, চরফ্যাশন ও নন্দীগ্রামে দুদকের পৃথক অভিযান
ফেব্রুয়ারিতে নির্বাচনে একমত জামায়াত
সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ
কর্মক্ষেত্রে মানবাধিকার রক্ষায় সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান
চবিতে হামলার ঘটনায় দোষীদের বিচার দাবি ঢাবি সাদা দলের
নির্বাচনই দেশ বাঁচানোর একমাত্র উপায় : মির্জা ফখরুল
বিচার বিভাগে সংস্কার কর্মসূচির প্রায় ৮০ শতাংশ বাস্তবায়ন হয়েছে : প্রধান বিচারপতি
১০