খুলনা, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : শহরের সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকা থেকে গত রাতে ৪৫ হাজার টাকার জাল নোটসহ সালাউদ্দিন (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সালাউদ্দিন ফরিদপুর কোতোয়ালি থানার পূর্ব গোয়ালচামট বেতুয়াবাড়ি রোডের মৃত আব্দুল সালামের ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার খোন্দকার হোসেন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ৯টার দিকে সোনাডাঙ্গা থানাধীন বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায় পুলিশ।
গ্রাহকের সন্ধানে থাকা সালাউদ্দিনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ তার কাছ থেকে ৫০০ টাকার ৯০টি জাল নোট উদ্ধার করেছে বলে তিনি জানান।
সোনাডাঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।