ঢাকা, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
আজ রোববার দুপুর দুইটার দিকে তিনি ঢামেক হাসপাতালে নুরুল হক নুরকে দেখতে যান। এ সময় তিনি নুরের সুচিকিৎসার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
উপদেষ্টা সেখানে নুরের স্ত্রীকে সান্ত্বনা দেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য উপদেষ্টা নুরুল হক নুরের সঙ্গে আহত ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসানকেও দেখতে তার কেবিনে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় তিনি নাজমুলের মা, স্ত্রী ও স্বজনদের সাথে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন।