চট্টগ্রামে বাস থেকে নামতে গিয়ে অটোরিকশার ধাক্কায় কলেজছাত্রীর মৃত্যু

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ২০:৫১

চট্টগ্রাম, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত তানজিবা সাইফুল তিশমা নগরের হাজী মুহাম্মদ মহসিন কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।

আজ রোববার বিকেলে তানজিবা বাস থেকে নামতে গিয়ে রাস্তায় পড়ে যান। এ সময় পেছন থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা এসে তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সোহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তানজিবা পড়াশোনার পাশাপাশি নগরের ২ নম্বর গেট এলাকায় ইংলিশ প্যাক নামের একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরি করতেন।

মাহমুদুল হাসান নামের এক প্রতিবেশী জানান, তানজিবা সাইফুল তিশমা নগরের মুরাদপুর এলাকায় পরিবারের সাথে থাকতেন। তাদের গ্রামের বাড়ি বোয়ালখালী উপজেলার কধুরখীলে।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, ওই শিক্ষার্থী বাস থেকে নামতে গিয়ে সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গৌরব ও আত্মত্যাগে ৪৭ বছরে বিএনপি 
বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
মঙ্গলবার চাঁদপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
চাল আত্মসাতের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে
বিটিআরসি, চরফ্যাশন ও নন্দীগ্রামে দুদকের পৃথক অভিযান
ফেব্রুয়ারিতে নির্বাচনে একমত জামায়াত
সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ
কর্মক্ষেত্রে মানবাধিকার রক্ষায় সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান
চবিতে হামলার ঘটনায় দোষীদের বিচার দাবি ঢাবি সাদা দলের
নির্বাচনই দেশ বাঁচানোর একমাত্র উপায় : মির্জা ফখরুল
১০