গণতন্ত্রের বিকাশে যুক্তিবাদী প্রজন্ম গড়ে তোলা অত্যন্ত জরুরি : চসিক মেয়র 

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ২০:৫৭
রোববার দুপুরে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি: বাসস

চট্টগ্রাম, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, গণতন্ত্রের বিকাশে যুক্তিবাদী প্রজন্ম গড়ে তোলা অত্যন্ত জরুরি। আর সেই যুক্তিবাদী প্রজন্ম গড়ে তুলতে বিতর্কের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, বিতর্ক তরুণদের চিন্তাশক্তিকে সমৃদ্ধ করে, যুক্তিকে প্রাধান্য দিতে শেখায় এবং সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

আজ রোববার দুপুরে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট প্রাঙ্গণে জিএমএইচএসডিএস ন্যাশনাল ডিবেট ফেস্টিভ্যাল-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে এই উৎসবে ১৮টি স্কুল আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা এবং ১৪টি কলেজ আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 

মেয়র ডা. শাহাদাত হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, যারা বিতর্কে অংশ নেয়, তারা অন্যায়-অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখে। বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়, এটি একটি জীবনমুখী শিক্ষা।

আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের মুখোমুখি হয় হাজেরা-তজু ডিগ্রি কলেজ। এতে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ চ্যাম্পিয়ন হয়। আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় মুখোমুখি হয় অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। এতে চ্যাম্পিয়ান হয় ডাঃ খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়। 

চট্টগ্রাম গভ. মুসলিম হাই স্কুলের প্রধান শিক্ষক মোরশেদুজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপ্রধান রমেশ্বর দাশ, মুসলিম হাই স্কুল প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি শাহ আলম বাবুল, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সিনিয়র সভাপতি সাইফুদ্দীন মুন্না, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাফরাশ নূরী সিজ্জি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্পেন ও ফ্রান্সে ভারী বৃষ্টিপাত, একজনের প্রাণহানি
স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান: শেষ সময় ১০ নভেম্বর
নাটোরে উন্নয়নে সম্পৃক্ততার লক্ষ্যে নারী সমাবেশ
সাতক্ষীরা সীমান্তে ১৫ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চান মাদুরো
দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে ৩০০ নারী-পুরুষকে উপহার 
চাকসুতে বাতিল হচ্ছে ১৯ জনের প্রার্থিতা
ইউক্রেনের ড্রোন হামলায় ক্রিমিয়ায় হতাহত ১৯
দেশজুড়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি, ৩ বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা
ইতিহাস, ঐতিহ্য, রুচি ও আভিজাত্যের সাক্ষী রোজ গার্ডেন
১০