আগামীকাল কুয়েট দিবস, নানা কর্মসূচি গ্রহণ

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ২১:১৯

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : আগামীকাল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রতিষ্ঠা বার্ষিকী ‘বিশ্ববিদ্যালয় দিবস’। 

কুয়েটের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে আগামীকাল সোমবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রীতি সমাবেশ, সকাল পৌনে দশটায় পতাকা উত্তোলন ও বিশ্ববিদ্যালয় দিবস উদ্বোধন, সকাল ১০টা ৫ মিনিটে আনন্দ র‌্যালি (প্রশাসনিক ভবন হতে শুরু হয়ে ফুলবাড়ি গেট পুলিশ বক্স হয়ে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম পর্যন্ত), বেলা পৌনে ১১টায় অডিটোরিয়ামে ‘কুয়েটের অর্জন ঃ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, বেলা সোয়া ১১টায় আলোচনা সভা, দুপুর সাড়ে ১২টায় বৃক্ষ রোপণ কর্মসূচি ও মাছের পোনা অবমুক্তকরণ, বেলা তিনটায় দর্শনার্থীদের জন্য বিভিন্ন বিভাগের ল্যাব সমূহ উন্মুক্তকরণ, বিকাল সাড়ে চারটায় প্রীতি ফুটবল ম্যাচ (শিক্ষক-কর্মকর্তা বনাম ছাত্র), বিকেল ৫টায় (বাদ আসর) কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল এবং সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী।

উল্লেখ্য, ১৯৬৭ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ, ১৯৮৬ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) এবং ২০০৩ সালের ১ সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এ বছর বিশ্ববিদ্যালয় হিসেবে ২২তম বর্ষ উদযাপন করবে কুয়েট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গৌরব ও আত্মত্যাগে ৪৭ বছরে বিএনপি 
বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
মঙ্গলবার চাঁদপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
চাল আত্মসাতের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে
বিটিআরসি, চরফ্যাশন ও নন্দীগ্রামে দুদকের পৃথক অভিযান
ফেব্রুয়ারিতে নির্বাচনে একমত জামায়াত
সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ
কর্মক্ষেত্রে মানবাধিকার রক্ষায় সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান
চবিতে হামলার ঘটনায় দোষীদের বিচার দাবি ঢাবি সাদা দলের
নির্বাচনই দেশ বাঁচানোর একমাত্র উপায় : মির্জা ফখরুল
১০