চাল আত্মসাতের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ২৩:৪৮
প্রতীকী ছবি

ফরিদপুর, ৩১ আগস্ট, ২০২৫ বাসস): ফরিদপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা প্রায় দেড় কোটি টাকা মূল্যের চাল আত্মসাতের মামলায় তারিকুজ্জামান (৪৬) নামে এক খাদ্য কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

আজ রোববার বিকালে ফরিদপুর সিনিয়র স্পেশাল জজ আদালতে জামিন চাইলে বিচারক জিয়া হায়দার আসামির জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে তাকে পুলিশ পাহারায় ফরিদপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

ফরিদপুর দুর্নীতি দমন সমন্বিত কার্যালয় সুত্রে জানা যায়, তারিকুজ্জামান সাবেক জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এবং চরভদ্রাসন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অতিরিক্ত দায়িত্বে থাকাকালীন সানোয়ার হোসেন নামে অপর এক খাদ্য কর্মকর্তার যোগসাজসে চরভদ্রাসন উপজেলায় বিভিন্ন প্রকল্পের বরাদ্দকৃত ১ কোটি ৩৫ লাখ ৮১ হাজার ৫০১ টাকা মূল্যের চাল আত্মসাৎ করেন। এ অভিযোগের প্রেক্ষিতে ২০২৩ সালের ১১ এপ্রিল দুদক কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাশার বাদী হয়ে তারিকুজ্জামান ও সানোয়ার বিরুদ্ধে  মামলা দায়ের করেন। ওই মামলায় গত ২৯ মে তাঁদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা তুলে ধরে আদালতে চার্জশীট দাখিল করা হয়। দুদক কর্মকর্তা ইমরান আকন জানান, দুদকের কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশ মোতাবেক মামলার তদন্ত সম্পন্ন করে আদালতের চার্জশিট দাখিল করা হয়।  তাদের বিরুদ্ধে দন্ডবিধি ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত করা হয়। অপর আসামি সানোয়ার হোসেন পালাতক রয়েছে বলে জানান তিনি।

খাদ্য কর্মকর্তা তারিকুজ্জামান গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বড় পারুলিয়া গ্রামের জয়নাল আবেদীন শরীফের ছেলে। বর্তমানে তিনি প্রধান নিয়ন্ত্রকের কার্যালয়ে রেশনিং বিভাগের এলাকা রেশনিং কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
কুমিল্লায় সড়ক ক্ষতিগ্রস্ত করায় ট্রাক মালিককে জরিমানা
সেপ্টেম্বরে বিজিবির অভিযানে ১৭১.৬ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ
আন্ত:বাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু
মধ্যপ্রাচ্যের মতো ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকে জেলেনস্কির আহ্বান
ন্যাম বৈঠকে যোগ দিতে কাম্পালার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র উপদেষ্টা
১০