মতলবে গোসল করতে নেমে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮
প্রতীকী ছবি

চাঁদপুর, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলার মতলব উত্তর উপজেলায় ধনাগোদা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মো. আব্দুল মান্নান (৭০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল।

চাঁদপুর নৌ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম গতকাল  রোববার (৩১ আগস্ট) দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন। মৃত আব্দুল মান্নান উপজেলার বেলতলি নয়াকান্দি গ্রামের মো. কালু ব্যাপারীর পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে মতলব উত্তর উপজেলার বেলতলি নয়াকান্দি এলাকায় ধনাগোদা নদীতে গোসল করতে নামেন আব্দুল মান্নান নামের ওই ব্যক্তি। অতিরিক্ত স্রোতের কারণে তিনি পানিতে ডুবে যান। পরবর্তীতে মতলব উত্তর ফায়ার স্টেশনের মাধ্যমে চাঁদপুর নৌ ফায়ার স্টেশনে সংবাদ দেয়া হয়।

চাঁদপুর নৌ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে বিকাল ৪টায় নৌ ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৫টার দিকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য মরদেহটি মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল হাকিকের নিকট হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে বিএনপির ৭ দিনের কর্মসূচি
পটুয়াখালীতে বজ্রপাত থেকে সুরক্ষায় তালগাছের চারা রোপণ 
প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের মাজারে বিএনপির শ্রদ্ধা নিবেদন
হবিগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও সমাবেশ
ঠাকুরগাঁও চিনিকলে আখ রোপণ কার্যক্রমের উদ্বোধন
বৃহস্পতিবার প্যারিসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন জেলেনস্কি : এএফপি
হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ সহজীকরণে গুরুত্বারোপ পরিবেশ উপদেষ্টার 
প্রাক-নিকার সচিব কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি
নওগাঁয় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
চীনের সম্মেলনে মোদি-পুতিন বৈঠক : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
১০