রাঙ্গামাটিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৫
বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত। ছবি: বাসস

রাঙ্গামাটি, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রাঙ্গামাটিতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

গণতন্ত্রের পথ সুগম করে আগামীর জাতীয় নির্বাচনের সকল ষড়যন্ত্র প্রতিহতের ব্রত নিয়ে জেলা বিএনপির উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি পৌর প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। 

জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য দেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী ও সংসদ সদস্য মনি স্বপন দেওয়ান, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম ভূট্টো, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুন্নবী, জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির প্রমুখ। 

সমাবেশ শেষে বর্ণাঢ্য র‌্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে দলীয় নেতৃবৃন্দ ছাড়াও জেলায় বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃ গোষ্ঠীরা তাদের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে র‌্যালিতে অংশ গ্রহণ করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জয়পুরহাট রেলওয়ে এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
চবি’তে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি, পরীক্ষা স্থগিত
খাগড়াছড়িতে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আশা মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের
ফরিদপুরে গ্রাম আদালতের অগ্রগতি ও পর্যালোচনা শীর্ষক সভা 
ইন্দোনেশিয়ায় ৮ আরোহীসহ হেলিকপ্টার নিখোঁজ
ইউজিসি-ইউনিসেফের উদ্যোগে ‘সামাজিক ও আচরণগত পরিবর্তন’ কর্মশালা
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫৫২ জন হাসপাতালে ভর্তি 
কুয়েটের ২২তম বর্ষপূর্তি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে উদযাপিত
শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে ৩৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ
১০