রাজশাহীতে পাঁচ মামলার আসামি গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭

রাজশাহী, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): রাজশাহীর বাগমারায় পাঁচটি মামলার আসামি ডিলার আস্তানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। 

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বাগমারা থানাধীন ভবানীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় সাড়ে পাঁচ হাজার বোতল অ্যালকোহল জব্দ করা হয়। 

হোমিওপ্যাথি ওষুধ বিক্রির আড়ালে অবৈধভাবে অ্যালকোহলসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিলেন তিনি। 

গ্রেপ্তারকৃত আস্তানুর রহমান উপজেলার ভবানীগঞ্জ স্কুলপাড়া এলাকার বাসিন্দা। আজ শুক্রবার সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি এর একটি দল জানতে পারে যে, বাগমারা থানাধীন ভবানীগঞ্জ বাজারে মারুফ হোমিও হল নামক দোকানে ১ জন মাদক কারবারি নিয়মিত হোমিওপ্যাথি ওষুধের আড়ালে শতকরা ৯০ ভাগ অ্যালকোহল যুক্ত মাদকদ্রব্য যুব সমাজের কাছে বিক্রি করে আসছে।

বিষয়টি জানতে পেরে র‌্যাবের ওই দলটি ঘটনাস্থলে অভিযান চালিয়ে ডিলার আস্তানুরকে গ্রেপ্তার করে। এরপর ওষুধের দোকান ও গোডাউনে তল্লাশি করে মোট ৫ হাজার ৫২০ বোতল অ্যালকোহল জব্দ করা হয়।  

র‌্যাব আরও জানায়, এসব মাদকদ্রব্য শতকরা ৯০ ভাগ অ্যালকোহল যুক্ত। এই ভয়ানক প্রাণঘাতী মাদক সেবনে সম্প্রতি রাজশাহীর বিভিন্ন জায়গায় প্রাণনাশের ঘটনাও ঘটেছে। আসামির নামে আগেও মাদক ও অন্যান্য আইনে ৫টি মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে মাদক আইনে বাগমারা থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে সিআইডির মামলা
টেকসই বাণিজ্য ও বিনিয়োগে স্থিতিশীল সাপ্লাই চেইন গঠনে প্ল্যাটফর্ম উদ্বোধন
নৌবাহিনীর জাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত 
জামায়াত আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত
আইডিআরএ-এর সাবেক চেয়ারম্যান মোশারফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
জাতীয় ফুটবল টিমকে অভিনন্দন জামায়াত সেক্রেটারির
ভারতের বিপক্ষে জয়লাভ করায় ফুটবলারদের তারেক রহমানের অভিনন্দন
১৪৮টি দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেছে ইসি
তারেক রহমানের উদ্যোগে বগুড়ায় চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন
বিশ্বের ক্ষুধার্তদের খাবার সরবরাহে ১৩ বিলিয়ন ডলারের ঘাটতি রয়েছে : জাতিসংঘ 
১০