রাজশাহীতে পাঁচ মামলার আসামি গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭

রাজশাহী, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): রাজশাহীর বাগমারায় পাঁচটি মামলার আসামি ডিলার আস্তানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। 

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বাগমারা থানাধীন ভবানীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় সাড়ে পাঁচ হাজার বোতল অ্যালকোহল জব্দ করা হয়। 

হোমিওপ্যাথি ওষুধ বিক্রির আড়ালে অবৈধভাবে অ্যালকোহলসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিলেন তিনি। 

গ্রেপ্তারকৃত আস্তানুর রহমান উপজেলার ভবানীগঞ্জ স্কুলপাড়া এলাকার বাসিন্দা। আজ শুক্রবার সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি এর একটি দল জানতে পারে যে, বাগমারা থানাধীন ভবানীগঞ্জ বাজারে মারুফ হোমিও হল নামক দোকানে ১ জন মাদক কারবারি নিয়মিত হোমিওপ্যাথি ওষুধের আড়ালে শতকরা ৯০ ভাগ অ্যালকোহল যুক্ত মাদকদ্রব্য যুব সমাজের কাছে বিক্রি করে আসছে।

বিষয়টি জানতে পেরে র‌্যাবের ওই দলটি ঘটনাস্থলে অভিযান চালিয়ে ডিলার আস্তানুরকে গ্রেপ্তার করে। এরপর ওষুধের দোকান ও গোডাউনে তল্লাশি করে মোট ৫ হাজার ৫২০ বোতল অ্যালকোহল জব্দ করা হয়।  

র‌্যাব আরও জানায়, এসব মাদকদ্রব্য শতকরা ৯০ ভাগ অ্যালকোহল যুক্ত। এই ভয়ানক প্রাণঘাতী মাদক সেবনে সম্প্রতি রাজশাহীর বিভিন্ন জায়গায় প্রাণনাশের ঘটনাও ঘটেছে। আসামির নামে আগেও মাদক ও অন্যান্য আইনে ৫টি মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে মাদক আইনে বাগমারা থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কর্ণফুলী টানেলে রক্ষণাবেক্ষণের জন্য ট্রাফিক ডাইভারসন
নাগেশ্বরীতে গঙ্গাধর নদীর ভয়াবহ ভাঙন, ক্ষতিগ্রস্তদের মানববন্ধন
লক্ষ্মীপুরে মাছ শিকারের প্রস্তুতি নিচ্ছেন জেলেরা
জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান: আটক ৪
বাঁশখালীতে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত
লালমনিরহাটে শ্রেষ্ঠ গুণী শিক্ষক কামরুজ্জামান
কিশোরগঞ্জে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২০
যশোরে ভ্যানচালক হত্যায় তিন আসামি গ্রেপ্তার
সাপে কাটা রোগীদের জন্য দেশের প্রথম বিশেষায়িত ওয়ার্ড রামেকে
১০