রাজবাড়ী, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলার গোয়ালন্দ উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দম্পতি নিহত হয়েছে।
পুলিশের হাইওয়ে থানার ওসি শামীম শেখ জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা থেকে ফেরার পথে গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে ছিটকে পড়েন। নিহতের স্ত্রী শ্রাবণী ভাদুরী ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় স্বামী সঞ্জয় মন্ডলকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফরিদপু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথে তিনিও মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কৌশিক কুমার দাস জানান, মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে সঞ্জয়ের অবস্থা আশঙ্কাজনক ছিল।
গোয়ালন্দ থানা পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত ব্যাবস্থা নেওয়া হচ্ছে।