ফেনীতে তথ্য অফিসের উঠান বৈঠক অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৫ আপডেট: : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৯
ফেনীতে তথ্য কর্মকর্তাদের উঠান বৈঠক অনুষ্ঠিত। ছবি: বাসস

ফেনী, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ফেনীর ছাগলনাইয়াতে জেলা তথ্য অফিসের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

তারুণ্যনির্ভর, উন্নত, সমৃদ্ধ ও জবাবদিহিমূলক দেশ গড়ার অঙ্গীকারের সঙ্গে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এ বৈঠক হয়।

আজ শুক্রবার সকাল ১১টায় ছাগলনাইয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাঁশপাড়া ব্যাপারী বাড়িতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। 

জেলা তথ্য কর্মকর্তা এস এম আল-আমিনের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফয়জুল হক। বিশেষ অতিথি ছিলেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মু’মেন।

প্রধান অতিথি ফায়জুল হক বলেন, তরুণরা আমাদের প্রাণ। যে কোনো কাজে তারুণ্যকে এগিয়ে আসতে হবে। জুলাই আন্দোলনে আমরা দেখেছি তরুণরা কিভাবে ঝুঁকি নিয়েছে। তরুণদের ঝুঁকি নিতে হবে। সে লক্ষ্যে তরুণ-তরুণীদের আরও শক্তিশালী করা দরকার। 

তিনি আরও বলেন, শিক্ষার হারে ফেনী পিছিয়ে আছে। এখানকার বিশাল জনসংখ্যাকে কাজে লাগাতে হবে। তাহলে ফেনী এগিয়ে যাবে।

এ সময় সাংবাদিকরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নে ওআইসি দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : পরিবেশ উপদেষ্টা
অভিষেকে আফ্রিদির ৫ উইকেট; ৯২ বছরের পুরনো রেকর্ড ভঙ্গ
নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে ওসলোতে জেলেনস্কি
প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ
কুমিল্লায় কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ
জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর বিএনপি : ডা. জাহিদ
সরাইলের গ্রে হাউন্ড কুকুর বাণিজ্যিকভাবে উৎপাদন ও বাজারজাত করা হবে
ভোলায় মাদকসহ দুই কারবারি আটক
পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেলেন রোনাল্ডোর ছেলে
স্কুল-কলেজগুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার
১০