কুমিল্লায় ৫০ কেজি গাঁজাসহ আটক ১, প্রাইভেট কার জব্দ

বাসস
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৫ আপডেট: : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৮

কুমিল্লা, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার ময়নামতিতে ৫০ কেজি গাঁজাসহ এক ব্যক্তি এবং তার প্রাইভেট কার আটক করেছে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার বেলা ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোতোয়ালি থানাধীন আলেখারচর থেকে প্রাইভেট কারসহ তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. ইব্রাহিম (৩৮)। তার বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ থানার মিন্নতনগর এলাকায়।

পুলিশ জানিয়েছে, সদরের দক্ষিণ সীমান্ত এলাকা থেকে ঢাকা মেট্রো-গ-১৫-৯০৬৪ রেজিস্ট্রেশন নম্বরের প্রাইভেট কারে মাদক বহন করে মহাসড়ক দিয়ে ঢাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল চালক।

এমন তথ্যের ভিত্তিতে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল বাহার মজুমদারের নেতৃত্বে এসআই ইকবাল হোসেন ও এএসআই রাজিবুল আলম সঙ্গীয় ফোর্সসহ ওই প্রাইভেট কারটি বেরিকেড দিয়ে আটক করেন।
পরে প্রাইভেট গাড়িটি তল্লাশি করে ব্যাকডালার মধ্যে ২৫টি ফোঁটল, প্রতিটিতে ২ কেজি করে মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ওসি মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ একটি গাড়ি এবং এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইউক্রেনে পশ্চিমা সেনারা রুশ সেনাবাহিনীর লক্ষ্যবস্তু হবে : পুতিন
শেরপুরে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
সুনামগঞ্জে নিখোঁজের ৩ দিন পর নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
হাসিনার শাসন আমল ইতিহাসের জঘন্যতম অধ্যায় : অধ্যাপক মুজিবুর রহমান
বগুড়ার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে, আমরা বিএনপি পরিবার
পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৭ কেজির কোরাল মাছ 
খুদি বাড়ি : জলবায়ু সহনশীল ঘর নির্মাণই মেরিনা তাবাশ্যুমের স্বপ্ন
রূপপুর গ্রীণসিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়ের দায়ে দুই উপ-সহকারী প্রকৌশলীকে শাস্তি
চীনা মালিকানাধীন প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের নিষেধাজ্ঞা
ঝিনাইদহে মাদক সহ যুবক আটক
১০