ফরিদপুরে অবরোধ, দক্ষিণবঙ্গের সঙ্গে ৪ ঘন্টা যান চলাচল বন্ধ 

বাসস
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৭
ছবি: বাসস

ফরিদপুর, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ফরিদপুর-৪ আসনভুক্ত ভাঙ্গা উপজেলার আলগি এবং হামিরদী ইউনিয়নকে পার্শ্ববর্তী ফরিদপুর-২ আসনভুক্ত করনের প্রতিবাদে ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুকুরিয়া এবং ঢাকা-খুলনা মহাসড়কের এক্সপ্রেসে ওয়ের ভাঙ্গা গোলচক্কর এলাকাসহ অন্তত দশটি স্থানে গাছের গুড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে অবরোধ করেছে স্থানীয়রা। এতে পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের সঙ্গে রাজধানীর সব ধরনের যোগাযোগ ৪ ঘন্টা  বন্ধ ছিল।

স্থানীয়রা জানায়, আলগি এবং হামিদদী ইউনিয়নকে অন্য আসনভুক্ত বা উপজেলার সাথে অন্তর্ভুক্ত করলে চরম দুর্ভোগে পড়তে হবে এই দুই ইউনিয়নের মানুষকে। এমন সিদ্ধান্তকে তারা চক্রান্ত অভিহিত করে আজ সকাল থেকে ভাঙ্গা গোলচক্কর ও আশেপাশের কয়েক কিলোমিটার এর মধ্যে অন্তত দশটি স্থানে অবরোধ করে রাখে।
এতে রাজধানী থেকে পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

এই ঘটনায় অন্তত ২০ কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে যানজটের। আটকা পড়েছে শত শত গাড়ি।
প্রায় চার ঘন্টা পর বেলা সাড়ে বারোটার দিকে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের আশ্বাসে সড়ক অবরোধ আপাতত তুলে নেয়া হয়।

এবং আন্দোলনকারীরা এ সময় বলেন সোমবারের মধ্যে যদি তাদের দাবিদাওয়া মেনে না নেওয়া হয়, তাহলে তারা আরো বড় ধরনের বিক্ষোভ ও আন্দোলন করবেন।

এ সময় কৃষক দলের সাধারণ সম্পাদক এবং সংসদীয় ৪ আসনের  সম্ভাব্য প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেন, তাদের দাবি মেনে না নেওয়া হলে, কোটে রিট করবেন, এবং আর বড় ধরনের বিক্ষোভ ও আন্দোলন অংশ নিবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নড়াইলে বীরশ্রেষ্ঠ শহিদ নূর মোহাম্মদ শেখের শাহাদাতবার্ষিকী পালিত
বগুড়ায় করতোয়া নদীতে পোনা মাছ অবমুক্ত করলেন রিজভী
হোপস অফ হিউম্যানিটি সেন্টার ১ হাজার গাছের চারা বিতরণ করেছে
২৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে ওডিআই সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা
ইনফ্লুয়েঞ্জা টিকাকে স্বাস্থ্য কৌশলে অন্তর্ভুক্তির আহ্বান বিশেষজ্ঞদের
আরব আমিরাতকে হারিয়ে আফগানিস্তানকে নিয়ে ফাইনালে পাকিস্তান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতা গ্রেফতার
ইউক্রেনে পশ্চিমা সেনারা রুশ সেনাবাহিনীর লক্ষ্যবস্তু হবে : পুতিন
শেরপুরে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
সুনামগঞ্জে নিখোঁজের ৩ দিন পর নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
১০