রূপপুর গ্রীণসিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়ের দায়ে দুই উপ-সহকারী প্রকৌশলীকে শাস্তি

বাসস
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫২ আপডেট: : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৩

ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পাবনার রূপপুর গ্রীণসিটি প্রকল্পের (২০১৯ সালে নির্মাণাধীন) ২০ ও ১৬ তলা ভবনের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয় এবং ভবনে উঠানোর কাজে অস্বাভাবিক ব্যয়ের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহীন উদ্দিনকে বাধ্যতামূলক অবসর এবং উপ-সহকারী প্রকৌশলী মো. আলমগীর হোসেনকে ‘নিম্নবেতন গ্রেডে অবনমিতকরণ’ করা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

পাবনা গণপূর্ত উপবিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহীন উদ্দিন (সাময়িক বরখাস্ত) এবং উপ-সহকারী প্রকৌশলী মো. আলমগীর হোসেন রাজশাহী গণপূর্ত জোনে কর্মরত থাকা অবস্থায় রূপপুর গ্রীণসিটি প্রকল্পের (২০১৯ সালে নির্মাণাধীন) ২০ ও ১৬ তলা ভবনের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয় এবং ভবনে উঠানোর কাজে অস্বাভাবিক ব্যয়ের বিষয়টি সেসময়ে বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়।

পরে ২০১৯ সালের ১৯ মে গণপূর্ত অধিদপ্তর এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে গঠিত পৃথক তদন্ত কমিটির প্রতিবেদনে আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয় এবং ভবনে উঠানোর কাজে অস্বাভাবিক ব্যয়ের বিষয়টি প্রমাণিত হয়।

তদন্ত কমিটির সুপারিশে, অস্বাভাবিক ব্যয়ের প্রাক্কলন তৈরির সঙ্গে সরাসরি জড়িত থেকে দায়িত্ব পালনে অবহেলা করায় সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী ‘অসদাচরণ’ প্রমাণিত হওয়ায় মো. শাহীন উদ্দিনকে দোষী সাব্যস্ত করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

অপরদিকে উপ-সহকারী প্রকৌশলী মো. আলমগীর হোসেন তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী অস্বাভাবিক ব্যয়ের প্রাক্কলন তৈরির সঙ্গে সরাসরি জড়িত এবং দায়িত্ব পালনে অবহেলার কারণে ‘অসদাচরণ’ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শে ‘নিম্নবেতন গ্রেডে অবনমিতকরণ’ গুরুদণ্ড দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত পৃথক আদেশে এ গুরুদণ্ড প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নে ওআইসি দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : পরিবেশ উপদেষ্টা
অভিষেকে আফ্রিদির ৫ উইকেট; ৯২ বছরের পুরনো রেকর্ড ভঙ্গ
নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে ওসলোতে জেলেনস্কি
প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ
কুমিল্লায় কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ
জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর বিএনপি : ডা. জাহিদ
সরাইলের গ্রে হাউন্ড কুকুর বাণিজ্যিকভাবে উৎপাদন ও বাজারজাত করা হবে
ভোলায় মাদকসহ দুই কারবারি আটক
পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেলেন রোনাল্ডোর ছেলে
স্কুল-কলেজগুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার
১০