পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৭ কেজির কোরাল মাছ 

বাসস
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৪
পটুয়াখালীর কুয়াকাটা মাছ বাজারে দেখা মিললো বিশাল আকৃতির কোরাল মাছের। ছবি: বাসস

পটুয়াখালী, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার কুয়াকাটা মাছ বাজারে ফের দেখা মিললো বিশাল আকৃতির কোরাল মাছের। 

আজ শুক্রবার সকালে কুয়াকাটা বাজারে উঠেছে দুটি কোরাল মাছ, যার মধ্যে একটি ২৭ কেজি আর অন্যটি ১৭ কেজি ওজনের। নিলামে প্রতি কেজি এক হাজার ৫০০ টাকা দরে মাছ দুটি মোট ৬৬ হাজার টাকায় বিক্রি হয়।

স্থানীয় ব্যবসায়ী গাজী ফিশের স্বত্বাধিকারী মো. বশির গাজী বলেন, মাছ দুটি সুন্দরবন এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে। পরে এগুলো কুয়াকাটা বাজারে আনা হলে ব্যাপক উৎসুক জনতা ভিড় করে। তিনি জানান, এ ধরনের বড় মাছ সাধারণত পর্যটকদের কাছে বেশি জনপ্রিয়, তাই এগুলো ঢাকায় পাঠানো হয় ভালো দামে বিক্রির জন্য।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা) কুয়াকাটার সদস্য সচিব আসাদুজ্জামান মিরাজ বলেন, এ মৌসুম মূলত বড় মাছের মৌসুম। এখন কোরাল, ইলিশসহ সামুদ্রিক মাছের সরবরাহ কিছুটা বাড়ছে। তবে ৫-৭ বছর আগের তুলনায় বড় মাছ এখন তুলনামূলকভাবে কম পাওয়া যায়। এর পেছনে রোগব্যাধি, মাইক্রোপ্লাস্টিক ও পলিথিন খাওয়ার মতো বিষয়গুলো প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, "এটি আসলে নিষেধাজ্ঞার সুফল। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা সাগরে নামায় বড় বড় মাছ ধরা পড়ছে। জেলেরা সঠিকভাবে নিষেধাজ্ঞা মেনে চলায় সামনে আরও বেশি পরিমাণে কোরালসহ ইলিশ ও অন্যান্য সামুদ্রিক মাছ ধরা পড়বে বলে আমরা আশাবাদী।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নে ওআইসি দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : পরিবেশ উপদেষ্টা
অভিষেকে আফ্রিদির ৫ উইকেট; ৯২ বছরের পুরনো রেকর্ড ভঙ্গ
নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে ওসলোতে জেলেনস্কি
প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ
কুমিল্লায় কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ
জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর বিএনপি : ডা. জাহিদ
সরাইলের গ্রে হাউন্ড কুকুর বাণিজ্যিকভাবে উৎপাদন ও বাজারজাত করা হবে
ভোলায় মাদকসহ দুই কারবারি আটক
পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেলেন রোনাল্ডোর ছেলে
স্কুল-কলেজগুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার
১০