হোপস অফ হিউম্যানিটি সেন্টার ১ হাজার গাছের চারা বিতরণ করেছে

বাসস
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৪
বাকৃবি ছাত্র সংগঠন হোপস অফ হিউম্যানিটি সেন্টারের উদ্যোগে সামাজিক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত। ছবি: বাসস

বাকৃবি (ময়মনসিংহ), ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্র সংগঠন হোপস অফ হিউম্যানিটি সেন্টারের উদ্যোগে সামাজিক বৃক্ষরোপণ কর্মসূচি পালন হয়েছে। 

আজ শুক্রবার ময়মনসিংহের কেওয়াটখালী কমিউনিটিতে দুপুর দেড়টায় এ আয়োজন শুরু হয়। এই কর্মসূচির আওতায় আজ ৮০০ এবং গতকাল ২০০ মিলিয়ে দু’দিনে মোট ১ হাজার আম্রপালি চারা গাছ শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর বাকৃবি শিক্ষার্থী এস. এম. সাজ্জাদ উল ইসলাম। তিনি বলেন, ‘বৃক্ষরোপণ শুধু পরিবেশ নয়, মানবতার জন্যও একটি কল্যাণকর কাজ। আমরা চাই সারা বাংলাদেশে সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে।’

এ বিষয়ে ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল স্কুলের  প্রধান শিক্ষক বলেন, ‘শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেওয়া মানে তাদের হাতে ভবিষ্যতের আশা তুলে দেওয়া। আমাদের স্কুল থেকে এই কর্মসূচির সূচনা হওয়ায় আমরা গর্বিত।’

কেওয়াটখালী কমিউনিটির নেতৃবৃন্দ অনুষ্ঠানে বলেন, ‘এই চারাগাছ শুধু ছায়া আর অক্সিজেন দেবে না, বরং প্রমাণ করবে যে মানুষ এক সঙ্গে হলে সমাজ বদলানো সম্ভব। হোপস অফ হিউম্যানিটি সেন্টারকে আমরা ধন্যবাদ জানাই।’

এছাড়াও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচি সারা বাংলাদেশে বিস্তৃত করা হবে এবং এরই ধারাবাহিকতায় খুলনা ও বাগেরহাট জেলায় ২ হাজার চারাগাছ বিতরণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি ক্ষমতায় গেলে বিভাগ ও জেলায় বিকেএসপি’র মতো প্রতিষ্ঠান গড়ে তোলা হবে : ভোলায় বিএনপি নেতা আমিনুল হক
মা ইলিশ রক্ষায় দেশব্যাপী অভিযান শুরু করবে নৌপুলিশ
ব্যাংকগুলোকে বেসরকারি খাতের বিদেশি ঋণের তথ্য সিআইবি ডাটাবেজে জমা দিতে হবে
আনিসুল হকের বান্ধবীর প্রায় ৮৭ কোটি টাকার ব্যাংক একাউন্ট অবরুদ্ধ করেছে সিআইডি
রাজধানীতে বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
আফগানিস্তানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট
ইসরাইলের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান
অক্টোবরে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা করবে চীন
ধর্মীয় সম্প্রীতিই দেশের শক্তি: সারজিস আলম
বিদেশে নির্মিত সিনেমার ওপর শুল্ক আরোপের হুমকি পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প
১০