নড়াইলে বীরশ্রেষ্ঠ শহিদ নূর মোহাম্মদ শেখের শাহাদাতবার্ষিকী পালিত

বাসস
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩০
নড়াইলে আজ নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ শহিদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদাতবার্ষিকী পালিত। ছবি: বাসস

নড়াইল, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ শহিদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। মহান এই বীরের শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে নড়াইল সদর উপজেলার চন্ডীবরপুর ইউনিয়নের নূর মোহাম্মদ নগরে জেলা প্রশাসনের আয়োজনে পবিত্র কোরআনখানি, শহীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার প্রদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে নড়াইল জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা প্রশাসন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন। এ সময় পুলিশের একটি চৌকষ বাহিনী রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করেন। 

বেলা ১১টায় অনুষ্ঠিত আলোচনা সভা শেষে দোয়া মাহফিল এবং দুস্থ ও অসহায় মানুষের মধ্যে তবারক বিতরণ করা হয়।

শাহাদাতবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী। এছাড়া সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্কুল এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থূলতা ও ডায়াবেটিসের ওষুধের সাশ্রয়ী জেনেরিক সংস্করণের আহ্বান ডব্লিউএইচও’র
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত 
নাটোরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৫৮ জন
অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন টেইলর
ঝিনাইদহে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রিটস্কির
বাংলাদেশ ও পাকিস্তান ধর্মীয় প্রতিনিধিদল পাঠাতে একমত
সামোয়ায় নির্বাচনে হেরে গেছে প্রধানমন্ত্রী ফিয়ামে নাওমির দল
সংসদ নির্বাচনের সীমানা চূড়ান্ত : ৩৭ আসনে পরিবর্তন, ঢাকাসহ ৪৬ আসনে প্রভাব
১০